‘জিলাপির লোভেই দ্রুত উইকেট হারিয়েছে পাকিস্তান’

নিউজ ডেস্ক »

সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ সবসময়ই থাকেন আলোচনায় ইঙ্গিতপূর্ব আচরণের কারণে। আর দলটা যদি হয় পাকিস্তান তখন শেবাগকে আটকে রাখা সম্ভব হয়না কোনভাবেই। পাকিস্তানকে নিয়ে মজা অথবা কটূক্তি কোনো আচরণে কখনোই পিছপা হন না বীরেন্দর শেবাগ। খেলোয়াড়ি জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত এমনটাই করে যাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী এই ওপেনার। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে গতকাল পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। আর ম্যাচের আগ থেকে শেষ পর্যন্ত পাকিস্তানকে নিয়ে বিদ্রুপ মন্তব্যে মেতে ছিলেন শেবাগ।

১৫৫-২ থেকে দ্রুত শেষ ৮ উইকেট হারিয়ে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। টপ অর্ডারের ব্যাটাররা ভালো শুরু এনে দিলেও ব্যর্থ হওয়া পাকিস্তানি মিডল অর্ডারকে নিয়ে টুইট করেছেন শেবাগ। তিনি লিখেন, ‘২ উইকেটে ১৫৫ রান তোলার পর পাকিস্তান দলের মনে পড়েছে, সন্ধ্যায় নাশতার সময় হয়ে গেছে। এ জন্য ফাফদা জিলাপি দেখে দ্রুত ১৯১ রানে অলআউট হয়ে গেছে।’

এছাড়াও এ ম্যাচে ভারতীয় বোলাররা সবাই দুটি করে উইকেট তুলে নিয়েছেন। শুরুর দিকে কেবল সিরাজ উইকেট পেলেও শেষের দিকে সব বোলারই শিকার করেন দুটো করে উইকেট। এ ব্যাপারেও মন্তব্য করেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। তিনি লিখেন, ‘আমরা হলাম সবচেয়ে বড় গণতান্ত্রিক। যে কারণে সবাই ২-২-২-২-২ উইকেট নিয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »