নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ে ক্রিকেট নামটি শুনলেই সবার আগে হ্যামিল্টন মাসাকাদজা’র নামটি আসে। জিম্বাবুয়ে ক্রিকেটে নিঃসন্দেহে সর্বকালের সেরা ক্রিকেটার হলো মাসাকাদজা। তাদের ক্রিকেট স্মৃতিতে জড়িয়ে রয়েছে মাসাকাদজা। পুরনো অতীত আর বর্তমান মিলিয়ে হলো হ্যামিল্টন মাসাকাদজা।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলো দেশটির ক্রিকেট বোর্ড। সাথে আইসিসি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ও ছিটকে যেতে হয়েছে। তবে এখন পুনরায় সদস্য পদ ফিরে পেয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট, সম্প্রতি আইসিসি সভায় এ সিদ্ধান্ত আসে।
কিছুদিন আগে বাংলাদেশের সাথে টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা দেন। তার শেষ ম্যাচে বন্ধু রাষ্ট্র বাংলাদেশ ভুলেনি তার ক্যারিয়ারের কথা, দিয়েছে বিশেষ সম্মান ও সংবর্ধনা। জাতীয় দলের ক্রিকেট থেকে ইতি টানার পর এখন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পরিচালক পদে মাসাকাদজা।
জিম্বাবুয়ে ক্রিকেটের এ মহানায়ককে এখন জিম্বাবুয়ে ক্রিকেট দলের দেখভাল করবেন। তাকে তাদের পরিচালক পদে নিযুক্ত করার কথা হয়, গত আগষ্ট মাসে এ নিয়ে গুঞ্জন ওঠে। তবে তা এখন সত্যিতে পরিনত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আগামী শুক্রবার (১ নভেম্বর) থেকে নতুন দায়িত্ব বুঝে নেবের কথা রয়েছে মাসাকাদজার।
জিম্বাবুয়ে ক্রিকেট পরিচালক পদে মাসাকাদজাকে যেসব দায়িত্ব পালন করবেন হবে তা হলো- জিম্বাবুয়ে দলের অনুশীলনের ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট কৌশল ও কর্মসূচি প্রণয়ন করা, সঠিক নীতি অবলম্বন করে ক্রিকেটের কল্যাণে যেকোনো সিদ্ধান্ত নেয়া, কোচ এবং অধিনায়ককে সঠিকভাবে দলকে নেতৃত্ব দানের ব্যাপারে পরামর্শ দেয়া ও সাহায্য- সহযোগিতা করা।