জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা

সাজিদা জেসমিন »

মাসের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের। শন উইলিয়ামসকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। নতুন দলপতির অধীনে জিম্বাবুয়ে দল আতিথেয়তা দেবে শ্রীলঙ্কাকে।

টেস্ট দুইটি ওয়ার্ল্ড কাপ চাম্পিয়নশিপের অংশ নয়। দুটি টেস্ট হারারেতে অনুষ্ঠিত হবে। প্রথমটি ১৯-২৩জানুয়ারি এবং ২য়টি ২৭-৩১ জানুয়ারি মাঠে গড়াবে।

জিম্বাবুয়ের প্রধান কোচ লালচাঁদ রাজপুত এই সিরিজ নিয়ে গণমাধ্যমের বিবৃতিতে বলেন, ‘শ্রীলঙ্কা সবসময়ই প্রতিদ্বন্দ্বিতামূলক দল এবং এবং তারা নিয়মিত ভালো করছে। আমার লক্ষ্য এই সিরিজের দিকে। আমাদের নতুন অধ্যায়ের শুরু হবেন এ-র মাধ্যমে। নতুন শুরুটা লঙ্গার ভার্সনে করতে পেরে ভালো লাগছে। এ-র মাধ্যমে ক্রিকেটারদের সেরাটা বেরিয়ে আসবে।’

বাংলাদেশের বিপরীতে শেষ টেস্ট খেলেছিলো ২০১৮ সালের অক্টোবরে। মাঝে আইসিসি থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় অনেকদিন ক্রিকেট থেকে দূরে ছিলো জিম্বাবুয়ে। তবুও দল নিয়ে আশাবাদী লালচাঁদ। তিনি বলেন –
‘আমাদের ঘরোয়া কন্ডিশনের ব্যাপারে ভালো আইডিয়া আছে। আমাদের ক্রিকেটাররা তৈরি হচ্ছে । সবাই মাঠের লড়াইতে নামতে উন্মুখ হয়ে আছে।’

গতকাল (৭ জানুয়ারি) নতুন অধিনায়কের নাম প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড । শন উইলিয়ামসকে নতুন টেস্ট অধিনায়কত্ব এবং চামু চিবাবাকে দেওয়া হয়েছে ওয়ানডে ও টি-২০ এর দায়িত্ব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »