নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ট্রাইনেশন সিরিজের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম পর্বের প্রথম দিনে সিরিজের চতুর্থ ম্যাচে আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬ টায়।
এখন পর্যন্ত বাংলাদেশ ও জিম্বাবুয়ে উভয় দলই খেলেছে ২টি করে ম্যাচ। ২ ম্যাচে ১টি জয় নিয়ে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের ২য় স্থানে। আর ২ ম্যাচের ২ টিতেই পরাজয় বরণ করা জিম্বাবুয়ে আছে পয়েন্ট টেবিলে সবার নিচে। অন্যদিকে, ২ ম্যাচের ২ টিতেই জয় পাওয়া আফগানিস্তান আছে শীর্ষে।
২ দলের জন্যই আজকের এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। ফাইনাল নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। আর আজ হারলেই তিনজাতি এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে জিম্বাবুয়ে। কাজেই, এই ম্যাচে জয় তুলে নিতে মরিয়া হয়ে থাকবে দু’দল।
এই দুই দলের প্রথম দেখায় জয়ের সুযোগ তৈরী করেও শেষ পর্যন্ত হারছে হয়েছে জিম্বাবুয়েকে। আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকতের ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে সাকিব আল হাসানের দল। আফগানিস্তানের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে আছে বাংলাদেশ। এবার এই সুযোগটা কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে।
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে এটিই শেষ ম্যাচ হতে পারে হ্যামিল্টন মাসাকাদজার খেলোয়াড়ি জীবনের।
এই ম্যাচের উইকেট কেমন হতে পারে এমনটা জানা না গেলেও ধারণা করা হচ্ছে উইকেট থেকে সুবিধা নিতে পারেন স্পিনাররা। রাতের ম্যাচ হওয়ায় টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন আসার আভাস পাওয়া যাচ্ছে। অভিষেক হতে পারে ২০ বছর বয়সী বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম শেখের। লিটন দাসের সাথে ওপেনিংয়ে নামবেন নাইম। এছাড়া গতকাল বাংলাদেশের অনুশীলনে লম্বা সময় নেটে বল করতে দেখা গেছে আমিনুল ইসলাম বিপ্লবকে। মূলত ব্যাটসম্যান হলেও বল হাতে লেগ স্পিনে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন বিপ্লব। তাই বিপ্লবের অভিষেকের সম্ভবনাও উড়িয়ে দেওয়া যায় না।
দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : লিটন দাস, মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান (অধি), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে : ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ আরভিন, শেন উইলিয়ামস, টিনোটেন্ডা মুতম্বদজি, রায়ান বার্ল, নেভিলে মাদজিবা, রেগিস চাকাবা, কাইল জার্ভিস, এনদুভু , টেন্ডাই চাতারা।