নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে আফগানিস্তানের। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তানকে ভাল শুরু এনে দেন দুই ওপেনার রহমতুল্লাহ ও জাজাই। মাত্র ৫.৪ ওভারে স্কোরবোর্ডে ৫৭ রান যোগ করেন এই দুজন। জাজাই ১৪ বলে ১৩ রান করে আউট হোন। এর পরের ওভারের শেষ বলে রহমতুল্লাহ ২৪ বল খেলে ৪৩ রান করে সাজঘরে ফিরে যান। পর পর ২ উইকেট হারিয়ে ফেললে নাজিব ও অভিজ্ঞ আসগার আফগান দেখেশুনে খেলতে থাকেন। দলীয় ৮০ ও ৯০ রানে নাজিব ও আসগার ফিরে গেলে আবারো ম্যাচে ফিরে আসে জিম্বাবুয়ে। কিন্তু এর পরের গল্পটা একদম ভিন্ন। মিরপুরের আকাশে চার-ছক্কার বৃষ্টি শুরু হয়। নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে প্রায় দুশো রানের পুঁজি পায় আফগানরা। মাত্র ৪০ বলে ১০৭ রানের এই পার্টনারশিপে নাজিবুল্লাহ জাদরানের সংগ্রহ ৩০ বলে ৬৯ এবং মোহাম্মদ নবীর ১৮ বলে ৩৮ রান। ১৩.২ ওভারে আফগানদের রান ছিল ৪ উইকেটে ৯০। ২০ ওভার শেষে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ১৯৭। ইনিংসের শেষ বলে চাতারার বলে আউট হোন নবী। আর নাজিবুল্লাহ ৬৯ রানে অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ের পক্ষে চাতারা ও উইলিয়ামস ২টি করে উইকেট নেন।