কে এম আবু হুরায়রা »
আগামী শনিবারে ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ১৮ এবং ১৯ তারিখ দুই দিনের প্রস্তুতি ম্যাচের শেষে পূর্নাঙ্গ সিরিজ খেলে ১২’ই মার্চ ফিরে যাবেন জিম্বাবুয়ে ক্রিকেট দল।
তবে এই সিরিজ খেলা হবেনা বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত দুই ক্রিকেটার সৌম্য সরকার এবং আল আমিন হোসাইনের।
বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সৌম্য সরকার৷ আর এ জন্যই একমাত্র টেস্ট এবং একটি ওডিআই ম্যাচ খেলতে পারবেনা তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ইতিমধ্যে এজন্য ছুটিও চেয়ে নিয়েছেন সৌম্য সরকার। নান্নু বলেন, ‘সৌম্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন৷ তাই আমরা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট এবং একটি ওডিআইতে থাকবেনা সৌম্য সরকার।’
অপর দিকে পিঠের ইঞ্জুরির কারনে টেস্ট সিরিজ খেলা হবেনা পেসার আল আমিনও। আল আমিনের ইঞ্জুরি নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সে (আল আমিন) সম্ভবত পিঠের ইঞ্জুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারবেনা।’
আগামী শনিবার ঢাকায় পা রাখবেন জিম্বাবুয়ে। এর পর ১৮-১৯ তারিখ দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। প্রথম টেস্ট হবে ২২-২৬’শে ফেব্রুয়ারী ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর ১,৩ এবং ৬’ই মার্চ ৩ ম্যাচের ওডিআই সিরিজে সিলেটে বাংলাদেশ ক্রিকেট দলের মুখোমুখি হবে জিম্বাবুয়ে৷ এরপর ৯ এবং ১১ তারিখ আবারও ঢাকায় হবে দুটি টি২০ খেলা। এরপর ১২’ই মার্চ দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে৷