https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। আইসিসির পক্ষ থেকে জিম্বাবুয়েকে নিষেধাজ্ঞা দেয়ায় আইসিসির কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না। তবে অন্য দলের বিপক্ষে সিরিজে অংশ নিতে বাধা নেই তাদের।
জিম্বাবুয়ে নিষেধাজ্ঞায় থাকার ফলে শঙ্কা ছিল এবল আফগানিস্তানকে নিয়েই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। শুধু তাই নয় একটা সময় বাংলাদেশ দলের সাথে অন্যান্য দলগুলো যখন সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করতো না তখন জিম্বাবুয়ে নিয়মিতই সিরিজ খেলতো বাংলাদেশের সাথে। তাই জিম্বাবুয়ের সাথে বন্ধুসুলভ যে আচরণ রয়েছে বিসিবির সেটা আরও স্পষ্ট হল নিজামউদ্দিন চৌধুরী সুজনের কথায়।
বিসিবির সিইও জানান, ‘জিম্বাবুয়ে একটা সময় তুলনামূলক বেশি সিরিজ খেলতো আমাদের সাথে। আমাদের অনুরোধ তারা রেখেছিল। এখন আমরা এর প্রতিদান দিচ্ছি। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। নির্ধারিত সময়ে আসার ব্যাপারে তারা জানাবে। আমাদের কিছু বলার নেই।’
দুই-একদিনের মধ্যেই তাদের আসার ব্যাপের চূড়ান্ত সিদ্ধান্ত জানা বলেও জানিয়েছেন নিজামউদ্দিন চৌধুরী সুজন। ‘জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড তাদের সরকারের সঙ্গে কথা বলছে। তারা ইতিবাচকভাবেই এগোচ্ছে বলে জানিয়েছে। আজ-কালের মধ্যেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।’