জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের বিপক্ষে দাপুটে খেলে ওয়ানডে সিরিজ জিতেছিলো জিম্বাবুয়ে। এরপর নিজেদের পুরনো রূপেই ফিরে গেছে তারা। ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হারের পর এবার অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে রেগিস চাকাভার দল।

সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শুরুতেই মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে অতিথিরা। ১৪ রানেই শুরুর ৩ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।

এরপর প্রতিরোধ গড়ে তুলেন শন উইলিয়ামস (৪৫ বলে ২৯) ও সিকান্দার রাজা (৩৭ বলে ১৭)। বাকিদের কেউ আর দাঁড়াতেই পারেননি। ফলে ২৭.৫ ওভারেই ৯৬ রানে সবকটি উইকেট হারিয়ে অলআউট হয় জিম্বাবুয়ে।

অজিদের পক্ষে দুর্দান্ত বোলিং করে ৩টি করে উইকেট নেন স্টার্ক ও অ্যাডাম জাম্পা। ভালো বোলিং করে ২ উইকেট শিকার করেন অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।

জবাবে ব্যাট করতে নেমে ১৬ রানেই ২ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়াও। পেসার এনগারাভা তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরান ডেভিড ওয়ার্নার (৯ বলে ১৩) আর অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (৬ বলে ১)।

তবে এরপর আর জিম্বাবুয়েকে মাথায় চড়ে বসতে দেননি স্টিভেন স্মিথ আর অ্যালেক্স ক্যারি। ৮৪ রানের জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন তারা। স্মিথ ৪৭ এবং ক্যারি ২৬ রানে অপরাজিত থাকেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »