জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চট্টগ্রামে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। সেই সাথে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ থেকে ছিটকে গেলো জিম্বাবুয়ে।

১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের ৫ম বলে সাইফউদ্দিনের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেন ব্রেন্ডন টেইলর। পরের ওভারে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ২য় আঘাত হানে সাকিব আল হাসান। সাকিবের বলে শুন্য রানে বোল্ড হয়ে ফিরেন চাকাভা। এক প্রান্তে হ্যামিল্টন মাসাকাদজা আগলে রাখলেও অপর প্রান্তে চলছিলো ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল৷ ৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছিল তখনই। সেখান থেকে মুতুম্বামি ও মাদজিভা প্রতিরোধ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের জুটি থেকে আসে মাত্র ২২ রান। মাদজিভা রান আউটে কাটা পড়ে ফিরলে তখন শুধু ছিলো ব্যবধান কমানোর চেষ্টা। শেষের দিকে মুতুম্বামির ৩২ বলে ৫৪ রান ও কাইল জার্ভিসের ২৭ শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে থামে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রানে।

বল হাতে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন লেগস্পিনার আমিনুল বিপ্লব। অভিষেক টি-২০ তে বল করতে এসে প্রথম ওভারেই পেয়েছেন উইকেট। অভিষেক ম্যাচে ৪ ওভারে ১৮ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। সেই সাথে অনেক দিন পর টি-২০ দলে ফেরা শফিউল ইসলাম নিয়েছেন ৩৬ রানে ৩ উইকেট।

এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুইয়ান অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তিন পরিবর্তন নিয়ে মাঠে নিয়ে মাঠে নামে বাংলাদেশ আর অভিষেক হয় আমিনুল বিপ্লবের সাথে দলে জায়গা পান নাজমুল শান্ত ও শফিউল ইসলাম। উদ্বোধনী জুটিতে শান্তকে সাথে নিয়ে দুর্দান্ত শুরু করেন লিটন কুমার দাস। ৯ বলে ১১ রান করে ফিরে গেলে ভাঙ্গে ৪৯ রানের উদ্বোধনী জুটি। শান্ত ফিরে গেলে খুব বেশি সময় টিকতে পারেনি লিটনও ফিরেন দলীয় ৫৫ রানে। ২ ছয় ও ৪ চারের সাহায্যে ২২ বলে করেন ৩৮ রান আর আজও ব্যাট হাতে ব্যর্থ সাকিব আল হাসান ৯ বলে করেন মাত্র ১০ রান। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে আবারও ব্যাটিং ব্যর্থতার শঙ্কা জাগলে সেখান থেকে দলকে টেনে তুলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দুইজনের জুটি থেকে আসে ৫৫ বলে ৭৮ রান আর ১৪৩ রানে মুশফিক ফিরেন ২৬ বলে ৩২ রান করে। মুশফিক ফিরলেও শেষ পর্যন্ত ৬২ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০ ওভার শেষ ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেন ১৭৫ রান।

স্কোরকার্ড: জিম্বাবুয়ে : ১৩৬/১০ ( ২০ ওভার) মুতুম্বামি ৫৪, জার্ভিস ২৭ , মাসাকাদজা ২৫, শফিউল ৩/৩৬,বিপ্লব ২/১৮,

বাংলাদেশ: ১৭৫/৭ ( ২০ ওভার) রিয়াদ ৬২, লিটন ৩৮,মুশফিকুর ৩২, জার্ভিস ৩/৩২, এমপোফু ২/৪২

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »