নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ দলের এক গর্বের নাম, এক অহংকারের নাম, এক অনুপ্রেরণার নাম। বাংলাদেশ ক্রিকেট যতদিন থাকবে মাশরাফিকে সকলেই মনে রাখবে। ২০১৫ সালের বিশ্বকাপ থেকে ওয়ানডে থেকে বাংলাদেশ দল হয়ে গিয়েছে এক বদলে যাওয়া বাংলাদেশ। এই বাংলাদেশ হয়ে উঠেছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। এ বাংলাদেশকে থামানো যেন কারো সহজসাধ্য নয়। ঘরের মাঠে বাংলাদেশ হয়ে উঠেছে সকলের জন্য ত্রাস। এই বদলে যাওয়া দলটিকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কারিগরি হলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মর্তুজা।
দেশের ক্রিকেটে ঘরের মাঠ থেকে বিদায় নেয়ার সংস্কৃতি নেই বললেই চলে। তবে বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অবদান অস্বীকার করা যাবে না। তারা যেভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে চলছে তাদের সকলকে বিদায় দেয়াটা ঘটা করে করবে বলাই বাহুল্য। ব্যাপারটা যখন মাশরাফির তখন এই দিকে আরো বেশি মনোযোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি )। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে প্রতিশ্রুতি দিয়েছেন দেশের মাটিতে সিরিজ আয়োজন করে বিদায় জানাবেন দেশের ইতিহাসে সেরা অধিনায়ককে।
বোর্ড সূত্র বলছে যে জিম্বাবুয়ের জন্য চলছে অপেক্ষা। জিম্বাবুয়ের সবুজ সংকেত পেয়ে গেলেই এগোবে বিসিবি। জিম্বাবুয়ে সম্প্রতি ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় পড়ায় জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে কিনা তা নিশ্চিত করে নি। তবে আইসিসির এফটিপি অনুযায়ী আগামী ১০ মাস কোনো ওয়ানডে নেই। তাই এই মুহূর্তে যদি মাশরাফিকে বিদায় দেবার জন্য সিরিজ আয়োজন করতে চায় তবে আইসিসির এফটিপির বাইরে আয়োজন করতে হবে। সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে ত্রিদেশীয় সিরিজের পর অনুষ্ঠিত হতে পারে জিম্বাবুয়ের সাথে সিরিজ। এখন মূলত জিম্বাবুয়ের জন্য অপেক্ষা।
যদি জিম্বাবুয়ের সাথে সিরিজ দিয়ে মাশরাফিকে বিদায় জানানো হবে তবে মাশরাফির শুরু এবং শেষ একরকম হবে। মাশরাফির ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি তিণ ফরম্যাট শুরু হয় এই জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন। এখন অপেক্ষার পালা ওয়ানডে। ওয়ানডে দিয়ে পুরো ক্রিকেটকে বিদায় জানাবেন ম্যাশ। সেক্ষেত্রে শুরুটা জিম্বাবুয়েকে দিয়ে হয়েছে এবং শেষটাও এই জিম্বাবুয়েকে দিয়ে হতে পারে।