জামিনে মুক্ত করুনারত্নে, চাইলেন ক্ষমা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটার দিমুথ করুনারত্নে গত বুধবার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে আহত করেন। ঘটনাস্থল থেকেই তাকে আটক করে পুলিশ।

বিশ্বকাপে লঙ্কানদের নেতৃত্ব দিতে যাওয়া এই ক্রিকেটার অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে জামিন মেলে করুনারত্নের।

এদিকে জামিনে মুক্তি পেয়ে অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ‘আপনারা হয়তো বিব্রতকর একটি সংবাদ শুনেছেন যা গতকাল সকালেই ঘটেছে। কলম্বোতে আমি যে গাড়িটি করে বাড়ি ফিরছিলাম দুর্ভাগ্যজনক ভাবে তা ছোট একটি দুর্ঘটনার মুখে পড়েছে। প্রথমে আমি সেই গাড়িটির মালিকের কাছে ক্ষমা চাইছি। যিনি আহত হয়েছেন। এমনকি তিনি অত্যন্ত ভদ্রতার সঙ্গে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেছেন।’

দুর্ঘটনায় আহত ওই ব্যক্তির বররতমান অবস্থা অনেকতা ভালো বলেও জানান করুনারত্নে। ‘আমি আপনাদের আরও একটি তথ্য দিতে পেরে ভালোবোধ করছি যে সেই ব্যক্তিটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন। এমনকি তার প্রতি আমার নৈতিক দায়িত্বের বিষয়টিও নিশ্চিত করছি। যাতে তার সুচিকিৎসা ও দেখভাল করার বিষয়টি সুনিশ্চিত হয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »