জাবেদ ওমরের নিষেধাজ্ঞার খবরের কোনো ভিত্তি নেই: বিসিবির সিইও

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাবেদ ওমরকে বিসিবির সকল কর্মকান্ড থেকে বিরত রাখতে নির্দেশ দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এমন খবরে পুরো মিডিয়া যেন তোলপাড় হয়ে গিয়েছিলো। ক্রিকেট পাড়ায় সবচেয়ে গরম খবর এটা। তবে এই বিজ্ঞপ্তির কিছুই জানে না বিসিবি। এমনটি জানা গিয়েছে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কাছ থেকে।

হঠাৎ করেই গতকাল খবর সরগরম হয়ে যে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ দলের তথ্য পাচার করেছেন এবং আইসিসির দুর্নীতি দমন কমিশন ( আকসু ) এর কাছে গতিবিধি সন্দেহজনক হয়। আর তাই জাবেদ ওমরকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দুরে রাখতে নির্দেশ দেয় আইসিসি। তবে বিসিবি থেকে বলা হয়েছে তারা আইসিসি থেকে এমন কোনো নির্দেশনা পান নি।

জাগো নিউজ নামক এক অনলাইন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ” সত্যি বলতে এ ব্যাপারে আমি কিছু জানি না। দেখুন আমি বিসিবির প্রধান নির্বাহী। যদি আইসিসি থেকে এমন কোনো নির্দেশনা আসে তবে আমার কাছেই আগে আসবে। তবে কখনো কখনো বোর্ড প্রেসিডেন্টের কাছে আসে। তবে সাধারণত আমার কাছে আগে আসে। বোর্ড প্রেসিডেন্টের কাছে আসলেও সে আমাকে জানাতেন। অর্থাৎ খবরটি আসলে আমরা জানতাম। বিসিবি এখনো আইসিসি থেকে এমন নির্দেশনা পায় নি।”

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আরো বলেছেন, ” যদি আইসিসি থেকে এমন নির্দেশনা আসতো তবে আমরা এটাকে বিশেষ বিবেচনায় আনতাম। কেননা তারা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাদেরকে অমান্য আমরা কখনোই করবো না। আর বর্তমানে এই ভিত্তিহীন খবরে জাবেদ ওমরের ব্যক্তি জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশা করবো কেউ এইটা নিয়ে বিভ্রান্ত করবেন না।”

নিউজ ক্রিকেট/ জিএনএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »