https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের দ্বাদশ আসরে ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে বেশ কিছু ম্যাচ। দক্ষিণ আফ্রিকা দলও খেলে ফেলেছে নিজেদের তিনটি ম্যাচ। প্রথম পর্বের নয়টি ম্যাচ হিসেব করলে এক তৃতীয়াংশ ম্যাচই শেষ দক্ষিণ আফ্রিকার। যেখানে সব কয়টি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলটির।
এরই মধ্যে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয় এক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ২০১৯ বিশ্বকাপ খেলার ইচ্ছা পোষণ করেছিল। কিন্তু তার কথায় কর্ণপাত করেনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।
এমন খবর প্রকাশের পর ক্রিকেট পাড়ায় হইচই শুরু হয়ে ডি ভিলিয়ার্স ইস্যুতে। এবার ডি ভিলিয়ার্স ইস্যুতে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রধান নির্বাচক লিন্ডা জন্ডি।
জন্ডি জানান, ‘২০১৮ সালে সে যাতে অবসর না নেয় এজন্য আমি তাকে অনুরোধ করেছিলাম। সাময়িক বিরতি নিয়ে সে যেন বিশ্বকাপে অংশ নেয় আমি তাকে সেই কথাও বলেছি। তাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলাম সে যদি বিশ্বকাপের দলে থাকতে চায় তাহলে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ইরজে খেলতে হত। কিন্তু সে আমাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে নাম লেখায় ও জানিয়ে দেয় সে তার সিদ্ধান্তে অটল রয়েছে।’
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার দিন ডি ভিলিয়ার্স বিশ্বকাপের আসরে খেলতে চান বলেও জানান জন্ডি। ‘১৮ এপ্রিল যেদিন আমরা বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করি সেদিন তার দলে ফেরার কথা শুনে খুব অবাক হয়েছিলাম। এবি চলে যাবার পর যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা আমরা ফ্র্যাঞ্চাইজি লিগ ঘেঁটে পূরণ করেছি। আমাদের এমন খেলোয়ার ছিল যারা পরিশ্রম করেছে ও বিশ্বকাপে খেলার যোগ্যতা রাখে। আমরা নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি।’
স্কোয়াড চূড়ান্ত হয়ে যাওয়ার কারণে তাকে দলে নেয়ার কোনো সুযোগ ছিল না বলেও জানান নির্বাচক। ‘আমাদের স্কোয়াড চূড়ান্ত হয়ে গিয়েছিল তাই তাকে দলে নেয়ার কোনো সুযোগ ছিল না। নিঃসন্দেহে বিশ্বের সেরা একজন ক্রিকেটার এবি। তবে আমাদের তীতিতে তো ঠিক থাকতে হবে।’