জানা গেল টাইগারদের বাজে ফিল্ডিংয়ের কারন!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ব্যটিং, বোলিং আর ফিল্ডিং এই তিন বিভাগে নিজেদের সেরাট দিয়ে বাংলাদেশ দল জয়ের দেখা পেয়েছে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের টার্নিং পয়েন্টে ফিল্ডিং মিস করায় ম্যাচটাই শেষ পর্যন্ত ফসকে যায় হাত থেকে। আর ইংলিশদের বিপক্ষে তো পাত্তাই পায়নি বাংলাদেশ দল।

বিশ্বকাপে অভিজ্ঞ দল হিসেবে অন্যতম প্রধান হচ্ছে বাংলাদেশ। তবে অভিজ্ঞতা সম্পন্ন দলটির মধ্যে দেখা গিয়েছে অনভিজ্ঞ ফিল্ডিংয়ের ছাপ। ফিল্ডিং করার সময় ক্রিকেটারদের এমন দৈন্যদশা নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন দলপতি মাশরাফি বিন মুর্তজা।

ম্যাশ বলেন, ‘যাদের ইনজুরি তারা তো বাইরেই ছিল। সাইফউদ্দিন ও মোসাদ্দেকের অনেক সমস্যা হচ্ছিল তাই খেলতে পারেনি। বাকিরা মোটামুটি ঠিক আছে।’

দলের ফিল্ডিং নিয়ে তিনি আরও বলেন, ‘অনেক সময় খেলোয়াড়রা দুশ্চিন্তায় থাকে ফলে নার্ভটা ধরে রাখতে পারে না। এটাও হতে পারে। বল তুলে নেয়ার সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয় কোন প্রান্তে পাঠাবে।’

অজিদের ফিল্ডিংয়ের সাথে নিজেদের ফিল্ডিংয়ের ব্যাখ্যায় ম্যাশের ভাষ্য, ‘ফিঞ্চকে দেখেন সে অপেক্ষা করে তারপর থ্রো করেছে। এসব সিদ্ধান্ত নেয়া অনেক গুরুত্বপূর্ণ। ওই নার্ভটাই আমরা ধরে রাখতে পারিনি। এয়াট বাজে ফিল্ডিংয়ের একতা কারন হতে পারে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »