জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মহাসিনের জন্মদিন আজ ৷

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজের শারীরিক সীমাবদ্ধতাকে সীমাবদ্ধতা মনে না করে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন। লড়াই করছেন দেশের পতাকা উঁচিয়ে ধরতে বিশ্ব দরবারে৷
শতপ্রতিকুলতাকে তুচ্ছজ্ঞান করে তিনি চলেছেন অবিরত। বলছিলাম মোহম্মদ মহাসিনের কথা। তিনি
বাাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেটের প্রতিষ্ঠাতাও বাংলাদেশ জাতীয় হুইল চেয়ার ক্রিকেট দলের অধিনায়ক। তিনি ইন্টারন্যাশনাল কাউন্সিল অব হুইল চেয়ার ক্রিকেট এর সাধারন সম্পাদকও।

মাত্র ছয়মাস বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে তিনি শারীরক ভাবে অক্ষম হয়ে পড়েন। ২০১০ সালে হুইল চেয়ারে বসে ক্রিকেট খেলা শুরু করে দেন।
২০১৩ সালে মার্চে তার নেতৃত্বে ভারত জাতীয় হুইল চেয়ার ক্রিকেট দলকে ৪-১ ব্যবধানে হারায় তার দল। তার নেতৃত্বে ২০১৭ সালে “বাংলাদেশ-ভারত ওয়ালটন হুইল চেয়ার ক্রিকেট সিরিজ’ এ ভারতকে পরাজিত করেন বাংলাদেশ৷

২০১৮ সালে মুম্বাইতে ‘আন্তর্জাতিক বিলাটেরাল হুইলচেয়ার টি-২০ ক্রিকেট সিরিজ২০১৮’ তে রানারঅপ হয় তার দল।

শুভ জন্মদিন অধিনায়ক মোহাম্মদ মহাসিন।

জন্মদিনে রইলো newscricket24.com এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »