জাতীয় লীগ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন মার্শাল-মুমিনুলরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামীকাল ১০ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের জাতীয় ক্রিকেট লীগ ( এনসিএল) এর ২১ তম আসর। এবারের এনসিএলকে সামনে রেখে মিরপুর শে রে বাংলা স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করেন যা কিনা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খুব একটা বেশি দেখা যায় না।

মিরপুর স্টেডিয়ামে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় দলের অধিনায়ক মুমিনুল হক, ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব ও ঢাকা বিভাগীয় দলের অধিনায়ক নাদিফ চৌধুরী। ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিন দলের অধিনায়ক। এবারের এনসিএল নিয়ে আলাদা আলাদাভাবে নিজেদের লক্ষ্যের কথা জানালেও তাদের তিন জনের কথাতেই মিল খুঁজে পাওয়া গেছে।

চট্টগ্রাম দলের অধিনায়ক মুমিনুল হক জানান, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে টায়ার -১ খেলা তারপর অন্য সব কিছু নিয়ে চিন্তা করবো ।‘ তিনি আরও বলেন, ‘তামিম ভাইয়ের মত ব্যাটসম্যান ও নাঈমের মত স্পিনার আছে আমাদের দলে। এছাড়াও বেশ কিছু ভালো ব্যাটসম্যান ও বোলারও আছে আমাদের দলে। আশা করি ভালো কিছু করতে পারবো।’

ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব বলেন, ‘লীগ শুরুর আগে বিসিবির পদক্ষেপ গুলা এক নতুন লীগ উপহার দিতে যাচ্ছে। প্রত্যেকটা দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে আসে, আমরাও তার ব্যতিক্রম না। টায়ার – ২ থেকে টায়ার -১ এ যাওয়ার পরিকল্পনা করছি। ট্রফি উন্মোচন ও বিপ টেস্টের গুরুত্বতা থেকে ভালো কিছুর প্রত্যাশা করছি।’

ঢাকা বিভাগীয় দলের অধিনায়ক নাদিফ চৌধুরী জানান নিজেদের লক্ষ্যের কথা। তিনি বলেন, ‘আসলে এখানে যারা খেলতে আসে তারা সবাই চ্যাম্পিয়ন হতে চায়। আমরা টায়ার -২ থেকে এখন টায়ার -১ আসছি তাই তো চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য থাকবে। আমাদের শক্তির জায়গা হলো আমরা ৬/৭ বছর ধরে মোটামুটি একই খেলোয়াড় নিয়ে খেলছি আর আমাদের কিছু ভালো মানের পেস বোলার আছে যারা জাতীয় দলেও খেলেছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »