জাতীয় লীগের আট দলে রয়েছেন যারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

১০ই অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় লীগ ‘এনসিএল’ এর ২১ তম আসর। অংশ নিচ্ছে ০৮টি দল, খেলা অনুষ্ঠিত হবে ১০টি ভেন্যুতে। প্রথম বারের মতো হোম অফ ক্রিকেট মিরপুরে ফিরছে এনসিএল। এনসিএল কে সামনে রেখে বিসিবি নানান পদক্ষেপ নিয়েছেন। ক্রিকেটারদের ফিটনেসের দিকে নজর দিয়েছে বোর্ড।

বিপ টেস্টে যারা উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তারা খেলার জন্য নির্বাচকদের দিকে তাকিয়ে থাকতে হবে। তাছাড়া বর্তমানে বাংলাদেশ ‘এ’ দল শ্রীলঙ্কা সফরে রয়েছে। যেখানে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল নেতৃত্বে সিরিজ খেলছে। তারা ওডিআই সিরিজ শেষ করে এনসিএলে নিজেদের দলের সাথে যোগ দিবে। তাছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছেন না এবারের আসরে।

এনসিএলে আটটি দলঃ- ঢাকা ডিভিশন, রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন, রংপুর ডিভিশন, ঢাকা মেট্রো, চট্টগ্রাম ডিভিশন, বরিশাল ডিভিশন, সিলেট ডিভিশন।

দলে রয়েছেন যারাঃ-

টায়ার-১

ঢাকা ডিভিশনঃ-

শুভাগত হোম, নাজমুল ইসলাম অপু, নাদিফ চৌধুরী, রকিবুল হাসান, রনি তালুকদার, আব্দুল মজিদ, তাইবুর রহমান, সাইফ হাসান, শাহাদাত হোসেন, শেখ ইমন, সালাউদ্দিন শাকিল, সুমন খান, শাকিল খান, হৃদয় খান ও জুবায়ের হোসেন লিখন।

রাজশাহী ডিভিশনঃ-

মুশফিকুর রহিম, সাব্বির রহমান, জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, জহুরুল ইসলাম অমি, অভিষেক মিত্র, মোহাইমিনুল খান, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, সাকলাইন সজীব, শাকির হোসেন ও মোহর শেখ।

খুলনা ডিভিশনঃ-

ইমরুল কায়েস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তুষার ইমরান, নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, ইমরানউজ্জামান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আল আমিন হোসেন ও হাসানুজ্জামান।

রংপুর ডিভিশনঃ-

মেহেদি মারুফ, ফারদিন হাসান অনি, মাহমুদুল হাসান লিমন, নাঈম ইসলাম, নাসির হোসেন, তানবির হায়দার খান, সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিন বাবু, সাজেদুল ইসলাম, শুভাশিস রায়, সঞ্জিত শাহা, রবিউল হক, মাইশুকুর রহমান ও হামিদুল ইসলাম হিমেল।

টায়ার-২

ঢাকা মেট্রোঃ-

সাদমান ইসলাম অনিক, রাকিন আহমেদ, শামসুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুব, আল আমিন জুনিয়র, জাবিদ হোসেন, সৈকত আলী, আরাফাত সানি, মোহাম্মদ শহিদুল, আবু হায়দার রনি, মানিক খান, মোহাম্মদ ইলিয়াস ও আমিনুল ইসলাম বিপ্লব।

চট্টগ্রাম ডিভিশনঃ-

তামিম ইকবাল, মুমিনুল হক, সাদিকুর রহমান, পিনাক ঘোষ, ইয়াসির আলী রাব্বি, তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মাসুম খান টুটুল, মেহেদি হাসান (অনূর্ধ্ব-১৯), নোমান চৌধুরী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, শাখাওয়াত হোসেন, ইরফান শুক্কুর ও নাঈম হাসান।

বরিশাল ডিভিশনঃ-

শাহরিয়ার নাফিস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ আশরাফুল, কামরুল ইসলাম রাব্বি, সোহাগ গাজী (ফিটনেস ক্লিয়ারেন্স), ফজলে রাব্বি, মনির হোসেন, সালমান হোসেন, নুরুজ্জামান, তানভির ইসলাম, শামসুল ইসলাম অনিক, তৌহিদুল ইসলাম রাসেল (ফিটনেস ক্লিয়ারেন্স), মঈন খান ও রাফসান মাহমুদ।

সিলেট ডিভিশনঃ-

অলক কাপালি, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, এনামুল হক জুনিয়র, ইমতিয়াজ হোসেন তান্না, জাকির হাসান, জাকির আলী,শাহনুর রহমান,রাহাতুল ফেরদৌস, আবু জায়েদ রাহি, ইমরান আলী, এবাদত হোসেন, তৌফিক তুষার, নাসুম আহমেদ, রুহেল মিয়া, মিজানুর রহমান সায়েম ও রেয়াজুর রহমান রেজা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »