নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কোয়াবের পুরাতন কমিটির পদত্যাগ সহ মোট ১৩ টি দাবি ক্রিকেট বোর্ডের কাছে উপস্থাপন করে ক্রিকেটাররা। কোয়াবের পুরাতন কমিটি বিসিবি ও ক্রিকেটারদের সাথে আলোচনা করে অবশেষে পরবর্তী নির্বাচনের আশ্বাস দিয়েছে তারা। এবারের ২১ তম জাতীয় লিগের আসর শেষে অনুষ্ঠিত হবে কোয়াবের পরবর্তী নির্বাচন।
কোয়াবের জন্ম হয়েছিলো ক্রিকেটারদের পাশে থাকতে, তাদের দাবি দাওয়া পূরণ করতে আর ক্রিকেটারদের দাবি দাওয়া গুলো ক্রিকেট বোর্ডের কাছে তুলে ধরতে। তবে সেখানে পুরোপুরি ব্যর্থ কোয়াবের বর্তমান কমিটির সদস্যরা। কোয়াবের বিরুদ্ধে ক্রিকেটারদের অভিযোগ নতুন কিছু নয় এটা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। ক্রিকেটারদের ১১ দফা দাবির মাঝে ১ টি ছিলো কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগ চান তারা। প্রথম দিকে কোয়াবের বর্তমান সভাপতি নাইমুর রহমান দুর্জয় পদত্যাগ করতে চাইলেও পরবর্তীতে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।
বর্তমান কমিটিতে যারা আছেন তাদের কারও মেয়াদ নেই। নাইমুর রহমান দুর্জয় জানিয়েছেন গত ৬/৭ মাস আগেই বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। গতকাল বিসিবির সাথে আলোচনা শেষে বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান বলেন যে এবারের জাতীয় লিগ শেষ হলেই নতুন করে নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠন করা হবে।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘দুর্জয় ভাই, সুজন ভাইয়েরা যেহেতু বর্তমান কমিটিতে আছেন তাই তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের কি কি নিয়ম বা শর্ত আছে তা তো আমরা বলেই দিয়েছি। আমি দুর্জয় ভাইকে বলেছি যত দ্রুত পারেন নতুন করে নির্বাচন দেন। আমরা চাই বর্তমানে দলে খেলছে এমন একজন সেই কমিটিতে থাকুক যে কি না সকল সমস্যা নিয়ে বোর্ডের সাথে আলোচনা করতে পারবে। এমনটা হলে আশা করি খেলোয়াড়দের জন্যই ভালো হবে।’
এছাড়া তিনি আরও বলেন, ‘আমাদের কথাতে দুর্জয় ভাই রাজি হয়েছে। তিনি বলেন আমরা যেভাবে দ্রুত সময়ে চাই সেভাবেই হবে। সব ক্রিকেটাররা যখন এক সাথে কিংবা ফ্রি থাকবে তখন নির্বাচন হবে। আমরা তাদের কথায় রাজি হয়েছি। এখন যেহেতু এনসিএল চলছে তাই সম্ভব নয় তাই তো এনসিএলের পর নির্বাচন করা হবে।’