জাতীয় লিগে হাসছে রিয়াদের ব্যাট, তুলে নিলেন সেঞ্চুরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি জাতীয় লিগে ব্যাটে বলে জ্বলে উঠেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম রাউন্ডে অলরাউন্ডিং পারফরম্যান্স জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার। তার ধারাবাহিকতা বজায় রেখেছেন দ্বিতীয় রাউন্ডেও।

বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগের ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিজের প্রথম শ্রেণির ক্যারিয়ারে দ্বাদশ সেঞ্চুরিটি করেছেন আজ। সকালে খেলতে নেমে তিন অঙ্কে পৌঁছতে আরও ৭.১ ওভার সময় নেন তিনি। সিলেটের পেসার আবু জায়েদ রাহীকে বাউন্ডারি মেরেই সেঞ্চুরি পূরণ করেছেন।

সেঞ্চুরি করার পথে মাহমুদউল্লাহকে দারুণ সঙ্গ দিয়েছেন শহীদুল ইসলাম। যদিও তিনি মূলত বোলার প্রথম রাউন্ডের ম্যাচে ক্যারিয়ারের সর্বোচ্চ ৮৩ এবং দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসে ৫৪ রানের ইনিংস খেলেন শহীদুল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১১ রানের মূল্যবান একটি ইনিংস খেলে আউট হয়েছেন মাহমুদুউল্লাহ রিয়াদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »