নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শুরু হয়েছে ২১তম জাতীয় ক্রিকেট লিগ। শুরুর দিন থেকেই মাইলফলক স্পর্শের অপেক্ষায় ছিলেন এনামুল হক জুনিয়র। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। আর বৃষ্টি কমলে দ্বিতীয় দিনের শেষ বিকেলে টস হেরে ব্যাটিংয়ে নামে সিলেট, আর এতে করে আরো অপেক্ষা বাড়ে এনামের।
এনসিলের ৩য় দিনে এসে বল করার সুযোগ পান বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। বল হাতে ভালো কিছুর প্রত্যাশা তার থেকে সবসময়ই থাকে সিলেট ডিভিশনের। কিন্তু দেখেশুনে খেলতে থাকেন বরিশালের ব্যাটসম্যানেরারা। সিলেট যেখানে রান তুলতে হিমশিম খেয়েছেন বরিশালের ব্যাটসম্যানরা সেখানে হেসেখেলেই রান তুলেছেন।
বরিশালের কামরুল ইসলাম রাব্বির উইকেট শিকার করে জাতীয় লিগে ‘৩০০’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এনামুল হক জুনিয়র। সব মিলিয়ে এখন পর্যন্ত এনামুল ম্যাচ খেলেছেন ১২৫ টি। উইকেট সংখ্যা ৪৭০। প্রথম শ্রেণীর ক্রিকেটে এনামুল হক জুনিয়ের অভিষেক হয় ২০০১-০২ সালে।
জাতীয় লিগে এনামুল জুনিয়রের চেয়ে বেশি উইকেট শিকার করেছেন মাত্র তিনজন। অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক ৩৫০, পেসার মোহাম্মদ শরীফ ৩২০ ও মোশারফ হোসেন রুবেলের শিকার ৩০৭ উইকেট।