https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
দেশের ক্রিকেটের অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে আসছে জাতীয় লিগ। লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়া এই টুর্নামেন্টের আসন্ন আসর থেকে কিছুটা কড়াকড়ির মধ্য দিয়েই যেতে হবে ক্রিকেটারদের। কেননা এর আগের আসরেও ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলতে গেলে বিপ টেস্টে স্কোর করতে হত ৯। তবে এই আসরে অংশ নিতে হলে সেটাকে বাড়িয়ে নিতে হবে ১১তে! তরুণ ক্রিকেটার তো বটেই বয়সের ভারে কিছুটা নুয়ে পড়া ক্রিকেটাররা এ কারণে পড়তে পারেন কিছুটা বিপাকে।
জাতীয় দল থেকে বেশ কিছুদিন ধরে দূরে থাকা মোহাম্মদ আশরাফুল নিয়মিত খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। তবে যারপরনাই হতাশা ভেসে উঠলো আশরাফুলের কণ্ঠে। জাতীয় লিগ খেলার এই নতুন নিয়ম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আশরাফুল জানান, ‘বিপ টেস্ট নিয়ে মূলত যে মানদণ্ডটা দেয়া হয়েছে এটা আগেরবার ৯ ছিল। এবার ১১ হওয়াতে আমরা যারা ঘরোয়া লিগ খেলি তাদের মধ্যে আলোচনাও হচ্ছে এটা কীভাবে সম্ভব। অফ সিজনেও যদি আমরা যথাযথ সুযোগ সুবিধা পেতাম তাহলে ১১ কোনো ব্যাপার ছিল না। গত বছরেও আমি ১১.৪ দিয়েছি। এইচপি বা জাতীয় দলে যারা জায়গা পাই না তাদের জন্য আসলে একা একা অনুশীলন করা কঠিন।’