জাতীয় দলের বাইরেও কাজ করবেন ভেট্টরি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর বানাদেশ ক্রিকেটে তিনজন নয়া কোচকে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত এই তিনজন কোচের মধ্যে দুইজন কাজ শুরু করে দিলেও, একজন এখনো বাংলাদেশে পা’ই রাখেননি।

প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট, দুইজনই দক্ষিণ আফ্রিকান। এ দুই স্বদেশী গত আগস্ট মাসে দলে যোগ দিলেও, স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরিকে এখনো পাওয়া যায় নি। যদিও আগেই জানানো হয়েছিলো, ভেট্টরি যোগ দিবেন ভারত সফরের আগে, আর সেটিই এখন চূড়ান্ত। ভেট্টরি চলতি মাসের ২৩-২৫ তারিখের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন এবং নিজের দায়িত্ব বুঝে নিবেন।

এরই মধ্যে শোনা যাচ্ছে যে, সময় পেলে ভেট্টরি জাতীয় দল ছাড়াও ‘এ’ দল, এইচপি দল, হাইপারফরমেন্স দল এমনকি অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দেরও মাঝে মাঝে পরিচর্যা করবেন।

এ প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তার ভাষ্যমতে, “সময় থাকলে আমাদের ‘এ’ দল, এইচপি দলে কাজ করাবো। ভেট্টরির এই খেলোয়াড়দের মধ্যে তার অভিজ্ঞতা শেয়ার করতে পারলে, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে। আর তাছাড়া নতুন যাদেরকে কোচ হিসেবে অন্তর্ভুক্ত করেছি, তাদেরকে আগে থেকেই আমরা এ বিষয়গুলো জানিয়ে রেখেছি। মূলত আমরা সবাইকে সব জায়গায় কাজে লাগাতে চাই।”

ভারত সফরের আগে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে চলতি মাসের ২৫ তারিখ থেকে। আরো জানা গেছে, সফরে যাওয়ার আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আকরাম খানের ভাষ্যে, “ভারত সফরকে সামনে রেখে ২৫ তারিখ থেকে আমাদের জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। কিছুদিন অনুশীলন করার পর, নিজেদের মধ্যেই টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা করছি আমরা। সেক্ষেত্রে আমরা দুটি দলে বিভক্ত হয়ে যাবো।”

সম্ভবত চলতি মাসের ৩১ তারিখেই ভারতের উদ্দেশ্যে রওনা হবেন টাইগাররা। ৩ নভেম্বর ১ম টি-টোয়েন্টির মধ্য দিয়েই স্বাগতিক ভারত ও বাংলাদেশের মধ্যকার সিরিজটি আরম্ভ হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »