নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ এ দল। তিন ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ এ দল। তৃতীয় ও শেষ ম্যাচের জয়ের নায়ক, ব্যাটে বলে দারুণ অবদান রাখা সাইফ হাসান দেশে ফিরে কথা বলেছেন সাংবাদিকদের সাথে।
দলের যেকোন প্রয়োজনে ব্যাট বলে অবদান রাখা যেন নেশায় পরিনত হয়ে গেছে সাইফ হাসানের। ফাইনালে ঝড়ো শতকের পর বল হাতেও ছিলেন উজ্জ্বল আর তাতেই কি না বাংলাদেশ ম্যাচটা জিতে নেয় সহজে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করেন তিনি। গত ঢাকা প্রিমিয়ার লীগেও তাঁর ব্যাট ছিলো উজ্জ্বল। এক আসরে সর্বোচ্চ ৮১৪ রানের রেকর্ড করেন এই ডান হাতি ওপেনার।
শ্রীলঙ্কা সিরিজে নির্বাচকরা সামনে ছিলো বলেই কি এত পারফরম্যান্স করার গুরুত্বটা বেশি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ আমি যেখানেই খেলি না কেন সবসময় আর সব ম্যাচই আমার কাছে সমান গুরুত্ব বহন করে আর তাই আমি গুরুত্ব দিয়ে খেলি। নির্বাচকরা ছিলো তাই পারফর্ম করতে হবে এমন কিছু কখনোই মাথায় আসেনি। সব ম্যাচই গুরুত্ব সহকারে খেলার চেষ্টা করি ঠিক মত খেলতে পারলেই ভালো হয়। ‘
জাতীয় দলে জায়গা পাওয়ার ব্যাপারে আপনি কতটা আশা রাখছেন? এ ব্যাপারে তিনি জানান, ‘আসলে জাতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারটা নির্ভর করে নির্বাচকদের উপর করে। আমার লক্ষ্য যেখানেই খেলি না কেন পারফর্ম করা আর এটা বিশ্বাস করি পারফর্ম করতে থাকলে একদিন ইনশাআল্লাহ ঠিকই সুযোগ পাবো।’
জাতীয় দলের ওপেনার হিসেবে সৌম্য লিটনরা এখন একদমই অফফর্মে। যেভাবে সব জায়গায় পারফর্ম করে যাচ্ছে জাতীয় দলে যেকোন সময় ডাক পড়তেই পারে। জাতীয় দলে ডাক পেলে জাতীয় দলের জন্য আপনি নিজে কতটা প্রস্তত এমন প্রশ্নের জবাবে তিনি জানান নিজেকে প্রস্তুত করতেছেন জাতীয় দলের জন্য। তিনি আরও বলেন, ‘জাতীয় দলের জন্য নিজেকে বেশ আগে থেকেই প্রস্তুত করে রাখতেছি। নিজেকে ফিট রাখার চেষ্টা ও ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি করার চেষ্টা করতেছি। খেলতে গেলেই ঘাটতি বের হয় আর সেটাকে ঠিক করার চেষ্টা করছি। আমি নিজের এখন যত উন্নতি করতে পারবো পরে তত ভুল কম হবে আর জাতীয় দলে খেলাটা তত সহজ হবে আমার জন্য।’