নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন তরুন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিষেক সিরিজ খেলতে নেমে বাজিমাত এই ওপেনারের।ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজে বিশ্ব ক্রিকেটকে নিজের আগমনী বার্তা দিয়ে রাখলেন এই তরুন।
নিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ২৬ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন এই ওপেনার।অভিষেক ম্যাচে নাঈমকে দেখে মনে হয়নি আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচে মাঠে নেমেছে এই তরুন, ব্যাটিং করার সময় যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে প্রতিপক্ষ দলের বোলারদের মোকাবেলা করেছেন তিনি।
সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নাঈম।বড় ইনিংসের অভাস দিলেও শেষ পর্যন্ত ৩৬ রানে থেমেছিলেন নাঈম।
গতকাল নিজের ৩য় টি-টুয়েন্টি ম্যাচে নিজের জাত চেনালেন নাঈম।ভারতের বোলারদের তুলোধোনা করে একাই ম্যাচ বের করে নিয়ে আসছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যোগ্য সঙ্গ না পাওয়ায় ইতিহাস গড়া হয়নি এই তরুনের, তবে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে ক্যারিয়ার সেরা ৮১ রানের দারুণ একটি ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটকে নিজের আগমনী বার্তা দিয়ে রাখলেন এই তরুন।
নাঈমের এই দুর্দান্ত পারফরমেন্সে অবাক হয়ে নাঈমের প্রশংসায় পঞ্চমুখ সাবেক ভারতীয় পেসার জহির খান।
প্রতিভাবান এই ওপেনারকে প্রশংসায় ভাসিয়া জহির খান বলেন, নিঃসন্দেহে সে একজন প্রতিভাবান ক্রিকেটার।চাপমুক্ত হয়ে খেলতে পারে আর ফুটওয়ার্কও যথেষ্ট ভাল।স্পিনার এবং পেসার উভয়ের বিপক্ষে সে ভাল খেলে।সে তার পরিকল্পনা অনুযায়ী খেলে আর সে সফল।তার মধ্যে দারুণ সম্ভাবনা দেখছি।