নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার ছড়াছড়ি। সেটা আরেকবার দেখা গেছে গত গত ২৮ আগস্ট এশিয়া কাপে। সেদিন গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। তাতে একটা কারণে দু’দলকেই জরিমানা গুনতে হচ্ছে। স্লো ওভার রেটের কারণে দুই দলকেই জরিমানা করেছে আইসিসি।
মাঠে বোলিং করার একটা নির্দিষ্ট সময় থাকে। সে সময়ে দুই দলই নির্দিষ্ট সময়ে দুই ওভার করে কম বোলিং করেছে। তাই দুই দলের ক্রিকেটারদের প্রত্যেকের ম্যাচ ফির ৪০ শতাংশ করে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
আইসিসির কোড অব কন্টাক্টের ২.২২ ধারায় এই শাস্তি পেয়েছে ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা। নিয়ম অনুযায়ী প্রত্যেক ওভার স্লো ওভার রেটের কারণে ২০ শতাংশ করে জরিমানা হবে প্রত্যেক ক্রিকেটারের। দুই ওভারের জন্য ৪০ শতাংশ।
অন্যদিকে আইসিসির নতুন নিয়ম অনুযায়ী ম্যাচের মধ্যেই স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে পাকিস্তান। যার কারণে শেষ দুই ওভারে ৩০ গজের মধ্যে বাড়তি একজন ফিল্ডার নিয়ে খেলতে হয়েছে তাদের।
নতুন নিয়মের কারণে সার্কেলের বাইরে ছিলেন মাত্র ৪ জন ফিল্ডার ছিলো পাকিস্তানের। আর এই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করেছে ভারত। পাকিস্তানকে হারিয়ে দিয়েছে তারা।