জরিমানার কবলে সোহান, হারিস রউফকে সতর্কবার্তা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানকে আর্থিক জরিমানা করা হয়েছে। বিসিবি কোড অব কন্ডাক্ট ভঙ্গের কারণে তাকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা ও দুটি (০২) ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এছাড়া দলের ফাস্ট বোলার হারিস রউফকে সতর্ক করে একটি (০১) ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে বিসিবির আচরণ বিধি লঙ্ঘন করেছেন এ দুই ক্রিকেটার। ওই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধীতা করেন তারা।

এক সংবাদ বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, এই দুজনই লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানকে তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাকিস্তানি গতিতারকা হারিস রউফকে করা হয়েছে আনুষ্ঠানিক ভর্ৎসনা।

বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভেঙায় জরিমানার সাথে সোহান দুইটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। এই টুর্নামেন্টে মোট তিনটি ডিমেরিট পয়েন্ট পেলেন সোহান। আর এক পয়েন্ট পেলেই ম্যাচের নিষেধাজ্ঞা আসবে তার ওপর। এছাড়া রউফকে সতর্ক করা হয়েছে, একটি ডেমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

এছাড়া অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও প্রগিত রাম্বুকওয়েলা, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার আলি আরমান রাজন দুজনের বিপক্ষে অভিযোগ দায়ের করেন। এতে শাস্তি দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। দুজনেই শাস্তি মেনে নেয়ার কারণে আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »