নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ইমার্জিং দলের মধ্যকার সিরিজ। এই সিরিজে ৩টি ওয়ানডে ও ৪দিনের দুইটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। আজ প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ইমার্জিং দলকে ৩০৫ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা ইমার্জিং দল।
সাভারের বিকেএসপিতে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ইমার্জিং দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন শহীদুল ইসলাম ও শফিকুল ইসলাম। আর একটি করে উইকেট নেন ইয়াসিন আরাফাত, আফিফ হোসাইন, আমিনুল ইসলাম। আর উইকেট শূন্য ছিলেন নাঈম হাসান। লংকানদের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন অধিনায়ক চরিত আশালংকা। আর ৭০ রান করেন হাসরাঙ্গা ডি সিলভা। ওয়েরেকোডি ও আশান করেন ৩১ ও ৩৩ রান।