নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে ইডেন গার্ডেনস এবারের বিশ্বকাপের অংশ হতে যাচ্ছে। আজ দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
বুকভরা স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশনে নেমেছিল বাংলাদেশ। শুরুটাও হয়েছিল জয় দিয়ে। কিন্তু তারপরেই পথ হারায় দলটি। একে একে চার ম্যাচে হেরে নাজুক অবস্থায় সাকিব আল হাসানরা। আজ জয়ের ট্রাকে ফেরার সুযোগ তাদের সামনে। প্রতিপক্ষের নাম নেদারল্যান্ডস হওয়ায় এই স্বপ্ন এখন দেখতেই পারে টাইগাররা।
পয়েন্ট টেবিলে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের অবস্থা এখন সমানে সমান। উভয়ের পয়েন্ট ২। তবে রান গড়ে বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। আর নেদারল্যান্ডসের অবস্থান দশ নম্বরে। আজ উভয় দলের সামনে সুযোগ এসেছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। সমান পয়েন্ট দুই দলের মাঝে রয়েছে ইংল্যান্ড।