জন্মদিনে তালুকদারের ফিফটি উপহার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ থেকে শুরু হয়েছে জাতীয় লীগ ‘এনসিএল’ এর ২১ তম আসর।আজ ফতুল্লায় ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছে রাজশাহী বিভাগ।টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিভাগের অধিনায়ক জহিরুল ইসলাম।

এনসিএল ২১তম আসরের সর্বপ্রথম ফিফটি তুলে নিলেন ঢাকা বিভাগের ব্রার্থডে বয় রনি তালুকদার।ঢাকার এ ওপেনারের আজ ২৯তম জন্মদিন। দলীয় ২৯ রানে ঢাকা বিভাগ উইকেট’টি হারায় আব্দুল মজিদের। থেমে থাকেন’নি অপর ওপেনার রনি তালুকদার। তুলে নিয়েছেন অসাধারণ ফিফটি।

৯৪ বলে ০৪ চারে ও ০২ ছয়ে ৫৩ রানের ইনিংস খেলেন। এখনো অপরাজিত আছেন তিনি। ধীর গতিতে এগোচ্ছেন সেঞ্চুরির দিকে তালুকদার।

ঢাকা বিভাগ ০১ উইকেট হারিয়ে ৩৪ ওভারে ১০৪ রান সংগ্রহ করেছে। উইকেট’টি নিয়েছেন রাজশাহীর স্পিনার তাইজুল ইসলাম, ওপেনার আব্দুল মজিদ কে ১০ রানে ফেরান তিনি।এখন মাঠে আছেন রনি তালুকদার ৫৩* ও জয়রাজ শেখ ৩১*।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »