ছয় ম্যাচ পর জয়ের দেখা পেল কলকাতা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের কাছে পরাজয় বরণ করে নিয়েছে রহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ২৩৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে মুম্বাই হারে ৩৪ রানে।

শুরুতে ব্যাট করেতে নেমে শুবম্যান গিল এবং ক্রিস লিনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় কলকাতা। দুজন মিলে গড়েন ৯৬ রানের বিশাল জুটি। লিন ২৯ বলে ৫৪ রানের ঝড়ো ইংনিংস খেলে চাহারের বলে ক্যাচ দিয়ে ফিরে যান। অপর প্রান্তে থাকা গিলের সাথে জুটি বাধেন ক্যারিবিয়ান অলরাউন্দার আন্দ্রে রাসেল। রাজস্থান বোলারদের কাঁদিয়ে এদিন ৪৫ বলে ৭৬ রান করেন গিল এবং ৪০ বলে ৮০ রানের অপরাজিত অগ্নিঝরা ইনিংস উপহার দেন রাসেল। নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২৩২ রানের পাহাড়সম স্কোর গড়ে কলকাতা।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই ইন্ডিয়ান্স। দলীয় ২২১ রানে টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পরা মুম্বাইকে টেনে তোলেন অলরাউন্দার হার্দিক পান্ডিয়া। মাত্র ৩৪ বলে ৯১ রান করেও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি পান্ডিয়া। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১৯৮ রানে থামে মুম্বাইর ইনিংস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »