ক্রীড়া প্রতিবেদক »
টি-টোয়েন্টি বিশ^কাপে সুপার টুয়েলভে ব্রিসবেনে নিজেদের তৃতীয় ম্যাচে বরিবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামব বাংলাদেশ। দুই দলই দুটি বিপরীত পরিস্থিতি নিয়ে মাঠে নামবে। জিম্বাবুয়ে পাকিস্তাকে হারিয়ে আত্মবিশ^াসের রসদ নিয়ে মাঠে নামবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল বড় হারের ক্ষত নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের অতীত পরিসংখ্যান ভালো হলেও বিশ^কাপে ম্যাচ বলেই কোনে কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশ দলের বাবেক ক্রিকেটার অলোক কাপালি মনে করেন তাড়াহুড়ো না করে কৌশলগত ক্রিকেট খেলা বেশি জরুরি। নিউজক্রিকেট২৪ এর সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
কাপালি বলেন, ‘আমাদের গ্যাবায় মাঠ বড় আছে। এখানের তাড়াহুড়ো করলে চলবে না। মাঠ বড় থাকায় গ্যাপ বেশি থাকে। ছয় মারার চেয়ে চার আর সিঙ্গেল রানের ওপর জোড়ে দিতে হবে। যেখানে একরান হয় সেখানে দুই রান নিতে হবে যেখানে দুই রান হয় সেখানে তিন রান নিতে হবে। ছয় মারার চেয়ে আমাদের কৌশলগত খেলাটাই বেশি খেলতে হবে। তাহলে সফলতা আসার সম্ভাবনা বেশি হবে।’
কাপালি মনে করেন ব্যাটিংয়ে পরিকল্পনা করে এগুতে হবে। কাপালি বলেন, ‘ব্যাটিংটা পরিকল্পনা করেই করা উচিৎ। পাওয়ার প্লেতে উইকেট হাতে রেখে মাঝের ওভারে রানটা বাড়িয়ে শেষ দিকে গতিটা বাড়াতে হবে সেক্ষেত্রে এক থেকে চার নম্বরে যেই ব্যাটিং করুক না কেনো যেকোনো একজনকে শেষ পর্যন্ত থাকতে হবে তালে বেশি রান হবে। ১৬০-১৭০ রান এমনিতেই হবে।’