‘ছোট দল হিসেবে মাঠে নামবে না বাংলাদেশ’

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে হট ফেভারিট স্বাগতিক ইংল্যান্ড। এই ইংল্যান্ডকেই গত বিশ্বকাপে হারিয়ে দিয়ে বাংলাদেশ নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল পর্ব।

তবে এরপর কেটে গেছে চার বছর। আর চলছে নতুন আরও একটি বিশ্বকাপ। চার বছরে বাংলাদেশ দলের যেমন উন্নতি হয়েছে তেমনি নিজেদের খেলার মোড়ক পাল্টে ইংল্যান্ডও হয়েছে বেশ শক্তিশালী। আইসিসি ওডিআই র‍্যাংকিংয়ে তাই তাদের অবস্থান সবার উপরে।

কার্ডিফে শুরু হতে যাওয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসার পর মাশরাফিকে করা হয় গত বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দেয়ার ম্যাচ প্রসঙ্গে। ম্যাশ জবাবে বলেন, ‘আগে যেটা হয়ে গেছে সেটা পুরাতন। কাল (শনিবার) নতুন করে টস হবে, খেলাটাও হবে নতুন করে। কালকে আমরা কি করতে পারি সেতাই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের সাংবাদিকরা বলছেন বিশ্বকাপ এবার ইংল্যান্ডই জিতবে। আমরাও মানি যে, তারা ফেভারিট কিন্তু ছোট দল হিসেবে মাঠে নামবে না বাংলাদেশ।’

সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আবারও আসলো মুশফিক প্রসঙ্গ। টাইগার দলপতি মুশফিক সম্পর্কে বলেন, ‘সম্পূর্ণ ঠিক আছে মুশফিক। অনেকেই এখনও তাদের সেরাটা দিতে পারেনি। নির্দিষ্ট কোনো ব্যক্তির দিকে আঙুল তোলা ঠিক নয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »