ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলেন ডমিঙ্গো-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

লম্বা সময় ছুটি কাটিয়ে কর্মস্থল বাংলাদেশে ফিরে এসেছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
টুর্নামেন্ট শুরুর দুই একদিন আগে ফেরার কথা থাকলেও আজ (বুধবার) দুপুরের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছান তিনি।চলতি বঙ্গবন্ধু টি-টুয়েন্টি লিগে টাইগার ক্রিকেটারদের পর্যবেক্ষণ করবেন এই কোচ।

করোনারকালীন সময়ে দেশে লম্বা ছুটি কাটিয়ে এর আগে প্রেসিডেন্ট’স কাপের জন্য বিসিবির ডাকে একবার এসেছিলেন তিনি। পুরো প্রেসিডেন্ট’স কাপে মাঠে উপস্থিত থেকে শীর্ষদের পারফরম্যান্স পরখ করেছেন, টুর্নামেন্ট শুরুর আগে করিয়েছিলেন অনুশীলনও। প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল শেষে দেশে ফিরে যাওয়ার কথা থাকলেও ফাইনালের একদিন আগে আবারো দেশে ফিরে যান তিনি। প্রায় ১ মাসের লম্বা ছুটি কাটিয়ে আবারো বঙ্গবন্ধু কাপকে ঘিরে বিসিবির ডাকে সাড়া দিয়ে ফিরে এসেছেন তামিম-সাকিবদের গুরু।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি লিগ চলায় এই মুহুর্তে জাতীয় দলের অনুশীলন থাকছে না, আর তাই টুর্নামেন্টে চোখ রাখার পাশাপাশি দল গুলোর ক্রিকেটারদের প্রতি নজর রাখবেন তিনি। এর পাশাপাশি ডমিঙ্গোকে দেখা যেতে পারে শীর্ষদের অনুশীলন স্পটেও।

নিউজক্রিকেট/ ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »