ছয় মাসের পরিকল্পনায় যুবাদের শিরোপা জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয় আসন্ন যুব বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগাবে। আর বিশ্বকাপের মঞ্চে চ্যালেঞ্জটা আর বেশি কঠিন হবে তাদের জন্য। শিরোপা জয়ের আনন্দে না ভেসে বড় মঞ্চের চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত হতে চার টাইগার যুবারা। এশিয়া কাপ জয় শেষে দেশে ফিরে এসব কথা জানিয়েছেন যুবা অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও ওপেনার আশিকুর রহমান শিবলি। রিফাত আনজুমের রিপোর্ট।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শিরোপা জিতে সোমবার (১৮ ডিসেম্বর) দেশে ফিরেছে টাইগার যুবারা। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব নিয়ে এসেছে রাব্বিরা যেটা সাকিব তামিমরা করতে পারেনি। তাইতো আনন্দের পরিমাণটাও বেশি। দেশে ফিরেই বিমানবন্দর থেকে সরাসরি মিরপুরে। আনন্দটা ভাগাভাগি করে নেন টাইগার যুবারা। বাংলাদেশে ক্রিকেট বোর্ড বরণ করে নেন এশিয়ার চ্যাম্পিয়নদের।

এসময় যুবা অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি জানান এশিয়া কাপ জয়ের পরিকল্পনা অনেক আগে থেকেই করে রেখেছিলেন। রাব্বি বলেন, ‘প্রথমত আমি ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করেছি। প্রথমত ধন্যবাদ দিতে চাই আমার টিম ম্যানেজমেন্টকে। আর খোলোয়াড়রাও সবাই খুব ভালো খেলেছে। তারা সাপোর্ট না দিলে হয়তো এই সফলতা আসতো না আমাদের। আর চিন্তা ছিল দেশের জন্য কিছু করব, এটা ৬ মাস আগেই প্লান ছিল। ৬ মাস আগে থেকে প্লান ছিল যে, এশিয়া কাপ কখনো বাংলাদেশে আসেনি, সো এশিয়া কাপ যদি বাংলাদেশে আনতে পারি তাহলে বড় একটা প্রাপ্তি হবে।’

পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন যুবা ওপেনার আশিকুর রহমান শিবলি। তিনি জানান এখনই বড় কিছুর চিন্তা করছেন না তিনি। বয়সভিত্তিক ক্রিকেটেই মনোযোগী হতে চান। তিনি বলেন, ‘দল জিতেছে এটার বড় কথা। আর আমি এখনই বড় চিন্তা করতে চাই না। অনূর্ধ্ব-১৯ নিয়েই আপততো থাকতে চাই।।’

যুবাদের এশিয়া কাপ জয়টা আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে তাদের। দেশের ফিরেই বিশ্রামের সুযোগ নেই জুনিয়র টাইগারদের। এবার শুরু বিশ্বকাপের প্রস্তুতি

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »