নিউজ ডেস্ক »
দেশের ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোটা বিরল। মাত্র দু’বার বাংলাদেশ ক্রিকেটে ঘটলো এমন কিছু। ১৪ বছর আগে ২০০৯ সালে প্রথমবার ছয় বলে ছয় ছক্কার রেকর্ড হয় বাংলাদেশে। ২০২৩ সালে এসে দ্বিতীয়বার এমন রেকর্ডের স্বাক্ষী হলো বাংলাদেশ ক্রিকেট।
১৬ অক্টোবর ঢাকার তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছেন একজন ব্যাটার। নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ও ধানমন্ডি ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে ঘটেছে এমনটা। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে শেষ ওভারে ধানমন্ডির ব্যাটার সবুজ আলী ছয় বলে ছয় ছক্কা সহ শেষ ওভারে ৩৭ রান নেন। নারায়ণগঞ্জের বোলার ইয়াসিন আরাফাতের করা শেষ ওভারে ৬ ছক্কা হাঁকান সবুজ।
সবুজের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ৫০ ওভারে ২৭৭ রানের বড় পুঁজি পায় ধানমন্ডি ক্রিকেট ক্লাব। দেশের ক্রিকেট দ্বিতীয় বারের মত স্বাক্ষী হয় এমন ঘটনার। ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী। ফলে ৬৭ রানের জয় পায় ধানমন্ডি ক্রিকেট ক্লাব।