চ্যালেঞ্জিং হবে শ্রীলঙ্কা সিরিজ!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

৩ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শনিবারে শ্রীলঙ্কায় পৌঁছায় তামিম-মুশফিকরা। লংকানদের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডে মাঠে গড়াবে ২৬ জুলাই।

দেশ ছাড়ার আগে শুক্রবার রাতে টাইগার শিবিরে আসে বড় এক ধক্কা। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাইফউদ্দিনের ছিটকে যাওয়ার খবর টিম বাংলাদেশের জন্য আরেক হতাশার নাম। তাদের বদলে দলে জায়গা হলো তাসকিন ও ফরহাদ রেজার। দলপতি হিসেবে নাম উঠল তামিমের।

বিশ্বকাপের এবারের আসরে সাদামাটা পারফরম্যান্সে টিম বাংলাদেশ। তারপর শ্রীলঙ্কা সিরিজ। এ সিরিজ নানাদিক থেকে গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। কিন্তু বিশ্বকাপে দলকে টেনে নেয়া সাকিব সহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা থাকছে না টাইগার স্কোয়াডে। তাই এবারের সিরিজ বেশ চ্যালেঞ্জিং হবে এমনটাই মনে করেন তামিম।

আজ আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার পর শ্রীলংকা যাবেন এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা ও রুবেল হোসেন।

বিসিবি একাদশের হয়ে ভারত সফরে থাকা তাইজুল ইসলাম ও তাসকিন ভারত থেকেই চলে যাবে শ্রীলঙ্কায়। ফর্মে থাকা খেলোয়াড়দের অনুপস্থিতিতে বেশ চ্যালেঞ্জিং হবে এবারের লঙ্কান সিরিজ।

-মুরসালিন রমহান সোহান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »