নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। তার আগেই কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়েই টি- টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে অর্থাৎ অস্ট্রেলিয়ায় পা রাখবে নেদারল্যান্ডস। কোয়ালিফায়ার পর্বের ফাইনাল ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হয় নেদারল্যান্ডস। পাপুয়া নিউ গিনি’কে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারায় নেদারল্যান্ডস।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাপুয়া নিউ গিনি। ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন সিয়াকা। তাদের সর্বোচ্চ তিনটি উইকেট নেন ২৪ রানের বিনিময়ে পেসার ব্রেন্ডন গ্লোভার। এছাড়া দুটি করে উইকেট নেন রিওলফ ফন ডার মারউই এবং টিম ফন ডার জুটে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজ জয় তুলে নেয় নেদারল্যান্ডস। ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে জয়ের প্রান্তে পৌঁছে যায় ডাচরা। ওপেনার বেন কুপার ৩৩ বলে ৪ চারে ও ২ ছয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন। তার পরে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে রায়ান টেন ডেসকাটের ব্যাট থেকে। তিনি ২৩ বলে ২ চারে ও ৩ ছয়ে ৩৪ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ-
পাপুয়া নিউ গিনি- ১২৮/৮(২০), সিয়াকা ৩৯, ব্রেন্ডন গ্লোভার ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট।
নেদারল্যান্ডস-১৩৪/৩(১৯.০), বেন কুপার ৪১, রায়ান টেন ডেসকাটে ৩৪।
ফলাফল নেদারল্যান্ডস ৭ উইকেটে জয়ী, ম্যাচ সেরা ব্রেন্ডন গ্লোভার