নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চোটের কবলে পড়ে আবারও লম্বা সময়ের জন্য বাইশ গজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ক্যাচ নিতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পান আফ্রিদি। জানা গেছে, চোটের তীব্রতা বেশি হওয়ায় এই বছরে আর মাঠেই নামা হবে না তার।যার ফলে ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে জোড়া সিরিজ মিস করতে যাচ্ছেন এই পেসার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংলিশ ব্যাটার হ্যারি বুকের ক্যাচ নিতে গিয়ে হাঁটুতে চোট পান আফ্রিদি। চোটের মাত্রা বেশি হওয়ায়, সতীর্থদের কাধে ভর করেই মাঠ ছাড়তে হয় তাকে।গুরুত্বপূর্ণ এই ম্যাচে এই চোটের কারণে ২.১ ওভারের বেশি বোলিংও করতে পারেননি তিনি।
আফ্রিদির হাটুর স্ক্যানিং রিপোর্ট হাতে পাওয়ার পর ডাক্তার জানিয়েছেন হাঁটুতে চোটের মাত্রা খুবই গুরুতর! যার ফলে, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।পুরোপুরি চোট মুক্ত হতে (সম্ভাব্য) আগামী বছরের জানুয়ারি অব্দি সময় লাগতে পারে বলে ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়েছে।
লম্বা সময়ের জন্য মাঠ থেকে ছিটকে যাওয়ায় আফ্রিদি মিস করতে যাচ্ছেন ঘরের মাঠে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজ।আগামী মাসে (ডিসেম্বর) পাকিস্তানের মাটিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড।এরপরই দুই ম্যাচের টেস্ট সিরিজ ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। আসন্ন এই দুই সিরিজের কোনটাই খেলা হচ্ছে না আফ্রিদির।
এর আগেও গত জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে চোটের কবলে পড়ে দীর্ঘ সাড়ে তিন মাস মাঠের বাইরে ছিলেন আফ্রিদি।