চোখের নিচে ১১ সেলাই নিয়েও খেলছেন বিজয়

স্টাফ রিপোর্টার »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে কিপিং করার সময় এনামুল হক বিজয়ের ডান চোখের নিচে বল এসে লেগেছিল। এতে মাঠের মধ্যেই রক্ত ঝড়েছে এ উইকেটকিপারের। ক্ষতস্থানে মোট ১১টি সেলাই করা হয়েছে। তবে এবার চোখের এ পরিস্থিতি নিয়েও আজ মাঠে খেলেছেন ফরচুন বরিশালের ওপেনার ও উইকেটরক্ষক বিজয়।

গত মঙ্গলবার রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচে চোখের নিচে আঘাত পেয়েছে বিজয়।চতুরাঙ্গা ডি সিলভার বলে সিকান্দার রাজা বোল্ড হওয়ার পরে সেই বল গিয়ে সেখানে আঘাত পান তিনি। এতে মাঠেই রক্ত ঝড়েছে বিজয়ের।

আঘাতের সেই স্থান হতে রক্ত বের হরেও সেদিন  কিপিং করছিলেন বিজয়। ক্ষতের ভয়াবহতা জানা যায় পরে। ক্ষতস্থানে মোট ১১টি সেলাই লেগেছে বিজয়ের। তবে বিজয় থামেননি। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও মাঠে নেমেছেন এ উইকেটরক্ষক।

যেখানে ইনিংসের শুরুতে ব্যাট করে ২১ বলে ৩০ রান করেছেন। এছাড়া  চোখের এ পরিস্থিতি নিয়েও কিপিংও করেছেন। এরপর ম্যাচশেষে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনেও এসেছিলেন তিনি। নিজেই জানালেন ক্ষতস্থানের সর্বশেষ খবর।

বিজয় বলেন, ‘এখানে তো বল লাগল দেখলেন। ১১টা সেলাই পড়েছে। কিন্তু ঠিক আছে, ছোট ছোট সেলাই। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবো। চোখে ওরকম কোনো সমস্যা হচ্ছে না।’

আজ (শুক্রবার) থেকে বিপিএলের চট্টগ্রাম পর্বে তাদের বিপক্ষে পাঠে নেমে ২৬ রানে জয় পেয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »