নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জনপ্রিয় মুখ ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক প্রথমবারের মত খেলতে এসেছেন বিপিএলে। আর এসেই নিজের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে তিনি মিল খুঁজে পাচ্ছেন আইপিএলের জনপ্রিয় দল চেন্নাই সুপার কিংসের।
সর্বশেষ আসরেও ডু প্লেসি চেন্নাইয়ের হয়ে জিতেছেন শিরোপা। কুমিল্লাও বিপিএলের অন্যতম সফল দল, যাদের আছে একাধিক শিরোপা জয়ের রেকর্ড।
প্রথমবারের মত বিপিএল খেলতে এসে ডু প্লেসি তাই কুমিল্লার মাঝে খুঁজে পাচ্ছেন চেন্নাইয়ের ছায়া। তিনি বলেন,’‘দুই দলের মধ্যে সাদৃশ্য দেখেছি, যেমন দুই দলই চ্যাম্পিয়ন এবং নিজ নিজ টুর্নামেন্টে খুব ভালো করেছে। তাই আমার জন্য (বিপিএলে খেলার) সিদ্ধান্ত নেওয়াটাও সহজ ছিল।’’
কুমিল্লার সঙ্গ বেশ উপভোগ করছেন তিনি। বিপিএলের অভিজ্ঞতা ভালো হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন এই প্রোটিয়া সুপারস্টার।
ডু প্লেসি বলেন,”আমি মাত্রই এসেছি। এমনিতে দলটা খুব স্বাচ্ছন্দ্যের। বিপিএল অভিজ্ঞতা অবশ্যই ভালো হবে।’’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার আকাশচুম্বী চাহিদা সেই চাহিদা মেটাতে আন্তর্জাতিক ক্রিকেটকে এক পাশে সরিয়ে রেখেছেন। ডু প্লেসি জানালেন, কেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তার এত প্রিয়।
তার ভাষ্য,”শুধু টি-টোয়েন্টি খেলা অবশ্যই দারুণ। আপনি সকাল ৭টায় উঠে টেস্ট ম্যাচ খেলতে চাইবেন না। টি-টোয়েন্টি সবসময়ই ভালো লাগে কারণ এখানে অনেক ম্যাচ খেলা হয় এবং চার সপ্তাহের মধ্যে আসর শেষ হয়।”