রাকিব হাসান খান »
বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের দিনের প্রথম ম্যাচে মুখামুখি হয় ঢাকা প্লাটুন বনাম সিলেট থান্ডার্স।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট থান্ডার্সের অধিনায়ক মোসাদ্দেক হোসেন।
ব্যাট করতে নেমে মেহেদী হাসানের করা দিনের প্রথম বলেই আউট হন আন্দ্রে ফ্রেচার।
ক্যাচটা তালুবন্দি করেন মেহেদী হাসান নিজেই।
মেহেদী হাসানের প্রথম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ক্যাচ মিস করেন আসিফ আলী।
তারপর আব্দুল মজিদের সাথে ৩৮ বলে ৫১ রানের পার্টনারশীপ গড়েন জনসন চালর্স।
দলীয় ৫১ রানের মাথায় দ্বিতীয় উইকেটের শিকার হন আব্দুল মজিদ।আফ্রিদির বলে মিড উইকেটে খেলতে গিয়ে মেহেদীর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফিরেন ১০ বলে ৮ রান করা আব্দুল মজিদ।
বেশ দেখে শুনেই খেলে ফিফটির দেখা পান জনসন চালর্স।
দলীয় ৯৩ রানে জনসন চালর্সকে ফেরান লেগ স্পিনার শাহদাব খান।
জনসন চালর্স ১৬২.২ স্ট্রাইকে ৩ চার ও ৮ ছক্কায় ৪৫ বলে করেন ৭৩ রান।
দ্রুতই ফিরে যান অধিনায়ক মোসাদ্দেক হোসেন।
শেষের দিকে মিথুনের ব্যাট থেকে আসে দ্বিতীয় সবোচ্চ ৪৯* রান আর রার্দারফোডের ব্যাট থেকে আসে ৩৮* রান।
দুইজন ৫ম উইকেটে গড়েন ৬৫ রানের জুটি ।
ঢাকা প্লাটুনের বোলারদের মধ্যে দুটি উইকেট পান শহীদ আফ্রিদি আর একটি করে উইকেট পান মেহেদী হাসান ও শাহদাব খান।
২০ ওভার শেষে সিলেট থান্ডার্সের সংগ্রহ : ১৭৪/৪।