নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগের ম্যাচে তামিম ইকবাল সময় নিয়ে অর্ধ-শতক করলেও দ্বিতীয় ম্যাচে অন্য তামিমকে দেখা গেল। ম্যাচের প্রথম ওভারে ব্র্যাড ইভান্সকে দুটি চার মেরে শুরু করেন তিনি। এই ওপেনার নিজেকে আরও মেলে ধরেন ইভান্সের তৃতীয় ওভারে। সেই ওভারে তাকে দুটি চার ও শেষ বলে একটি ছক্কাও হাঁকান। অপরদিকে বলে বলে রান নিয়ে তামিমকে যোগ্য সঙ্গ দিচ্ছেন বিজয়।
ইনিংসের নবম ওভারেই বাংলাদেশের দলীয় হাফ সেঞ্চুরি পূরণ হয়। পাওয়ার প্লের শেষ ওভারে ভিক্টর এনাউচিকে ফ্লিক করে চার মেরে ৪৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৬২ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ৬২/০ (১০ ওভার) (তামিম ৫০*, বিজয় ১০*)