নিউজ ডেস্ক »
করোনাভাইরাস বা কোভিড-১৯ এর কারণে পুরো বিশ্বের ন্যায় বাংলাদেশেও সকল ক্রিকেটীয় ইভেন্ট স্থগিত রয়েছে। আর এজন্য বিসিবির স্টাফরা আপাতত বাসায় বসেই কাজ করে যাচ্ছেন। তবে এর মাঝেই বিসিবি মাথা ঘামাচ্ছে বিশ্বকাপে নারী দলের ব্যর্থতা নিয়ে।
মূলত করোনাভাইরাসের কারণেই গুরুত্বপূর্ণ এসব ব্যাপারে এখনো সিদ্ধান্ত আসছে না বিসিবি থেকে। তবে সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি পরিচালক ও নারী উইংয়ের প্রধান জানিয়েছেন কোচিং স্টাফরা হয়তো চাকরি হারাতে যাচ্ছেন।
চলতি বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোটেও আশানুরূপ কোন ফল পায়নি বাংলাদেশ। প্রস্তুতি বেশ ভালো থাকলেও মূল পর্বের পারফরম্যান্স হতাশ করেছে সবাইকে। শূন্য হাতেই দেশে ফিরে আসতে হয়েছে আঞ্জু জেইনের শিষ্যদের। আর বিশ্বকাপের মত বড় আসরে এমন বাজে পারফরম্যান্সের কারণ এখনও পর্যালোচনা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই এই বিষয়ে বৈঠকে বসবে বিসিবি। নারী উইংয়ের প্রধান শফিউল আলম নাদেল জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন।
শফিউল আলম নাদেল বলেন, ‘বিশ্বকাপে এমন বাজে পারফরম্যান্স কেন হলো এটি নিয়ে আমরা অবশ্যই বসবো। আমাদের আগেই বসার কথা ছিল কিন্তু পরিস্থিতি ঠিক না থাকায় আমরা আর বসতে পারিনি।’
পারফরম্যান্স পর্যালোচনার পাশাপাশি নারী দলের কোচিং স্টাফেও পরিবর্তন আসতে পারে এমনটাই জানিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচিং স্টাফদের সাথে যে চুক্তি ছিল সেগুলো হয়তো পুনরায় আর নবায়ন করবে না বিসিবি।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিলো বাংলাদেশ। কিন্তু গ্রুপ পর্বের চারটি ম্যাচের চারটিতেই হেরেছে খুব বাজে ভাবে সালমা খাতুনের দল। নিউজিল্যান্ড আর শ্রীলংকার বিপক্ষে জয়ের ভালো সুযোগ তৈরি করেও সেটা কাজে লাগাতে পারেনি তারা।
সূত্রঃ ক্রিকবাজ
বাংলাদেশ সময়ঃ ০৯:১৫ এএম
নিউজক্রিকেট/ডিডিজি