চলে গেলেন রামচাঁদ গোয়ালা

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালা আর নেই। আজ ভোরে ময়মনসিংহে তাঁর নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ৭৯ বছর বয়সে মারা গেলেন তিনি।

রামচাঁদ গোয়ালা নব্বই দশকের মাঝামাঝিতে প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। সাবেক বাঁহাতি এ স্পিনার বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে।

আশির দশকের একদম শুরুর সময় থেকে নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত আবাহনীর হয়ে খেলেছেন গোয়ালা। তাঁর মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন আবাহনীর ক্রিকেট সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি।

সত্তর দশকে ঢাকাই ক্রিকেটের খেলা হতো ম্যাটিং উইকেটে। মূলত নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি হতো উইকেট। পেসারদের আধিপত্যের সময়টাতে ঢাকাই ক্রিকেটে আগমন ঘটে এক লম্বা বাঁহাতি স্পিনারের। নিজের বোলিং দিয়ে জয় করে নিয়েছিলেন সমর্থকদের মন।

দেশের ক্রিকেটের নামিদামি এই স্পিনারের জন্ম হয় ১৯৪১ সালের ১৪ সেপ্টেম্বর। আবাহনীর হয়ে লম্বা সময় ধরে খেলা গোয়ালা খেলেছেন জাতীয় দলের হয়েও। ভারতের পশ্চিমবঙ্গ ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »