নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিপিএল প্লেয়ার ড্রাফট রবিবার(১৭ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সব ফ্র্যাঞ্চাইজি তাদের প্রয়োজন অনুযায়ী ক্রিকেটার দলে ভিড়িয়েছে। যদিও সব দলগুলো প্লেয়ার ড্রাফটে কোটা পূরণ করেনি। ফ্র্যাঞ্চাইজি গুলোর মধ্যে মাত্র তিনটি দল তাদের কোটা পূরণ করেছে। বাকি চার ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়াতে পারবে ড্রাফটের অবিক্রিত ক্রিকেটার ও ড্রাফটের বাইরে থাকা ক্রিকেটারদেরও।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত হবে বিপিএলের সপ্তম আসর। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক না হওয়ায় এবারের দল গুলোর দায়িত্বে থাকবেন বিসিবি পরিচালকরা। বিশেষ সংস্করণে এবারে আসরে কুমিল্লা ওয়ারিয়র্সের পরিচালকের দায়িত্ব পালন করবেন নাঈমুর রহমান দুর্জয়। বিপিএলে এবারের আসরে তারুণ্য নির্ভর দল গড়েছে কুমিল্লা ওয়ারিয়র্স।
চলুন এক নজরে দেখে নিন কুমিল্লা ওয়ারিয়র্সের দেশি ও বিদেশি ক্রিকেটারদের তালিকা-
কুমিল্লা ওয়ারিয়র্স:
দেশি ক্রিকেটার: সৌম্য সরকার, আল-আমিন হোসেন, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান ও ফারদিন হোসেন অনি।
বিদেশি ক্রিকেটার: কুশল পেরেরা, মুজিব-উর রহমান, দাওয়িদ মালান ও দাসুন শানাকা।