চলতি মাসেই আইসিসি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর

সাজিদা জেসমিন »

বছরের শুরুর দিকে বাংলাদেশের পাকিস্তান সফর থাকলেও এখনো চলছে জল্পনা-কল্পনা। বাংলাদেশ পাকিস্তান সফর আদৌ করবে কিনা আর করলেও সেখানে টি-২০ এবং টেস্ট দুটোই খেলবে কিনা সেটা নিয়েই এখনো সন্দিহান। তবে চলছে প্রচুর আলোচনা।

আর এ-র মাঝেই বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি। দুই সদস্যের একটি প্রতিনিধি দল চলতি মাসেই আসবে বাংলাদেশে। এ মাসের শেষের দিকে আসবে তারা। ২ সদস্য বিশিষ্ট এ-ই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি। এছাড়াও তার সাথে থাকবেন আইসিসির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা।

বিসিবি থেকে পাওয়া তথ্যমতে আইসিসির বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আইসিসি কর্মকর্তাদের এ-ই আনুষ্ঠানিক সফর। ভবিষ্যতে পরিকল্পিত বৈশ্বিক আসরগুলোর ব্যাপারে আলোচনা করার জন্য বিভিন্ন দেশে ইতিমধ্যেই আইসিসি প্রতিনিধি দল পাঠিয়েছে। বাংলাদেশে আসার উদ্দেশ্য ও সেটাই৷

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন – ‘ এ-ই মাসের শেষের দিকে আইসিসির প্রধান নির্বাহী এবং বাণিজ্যিক প্রধানসহ দুই সদস্য বিশিষ্ট দল বাংলাদেশে আনুষ্ঠানিক সফর করবে৷ ২০২৩ থেকে বৈশ্বিক আসরের আয়োজন করতে চায় আইসিসি। এ-ই ব্যাপারে বিভিন্ন দেশে ইতিমধ্যেই প্রতিনিধি পাঠানো হয়েছে। এ-ই ব্যাপারে আলোচনার জন্য এ মাসের শেষের দিকে তাদের বাংলাদেশ সফরের কথা রয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »