চমক দিয়ে টেস্ট স্কোয়াড ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ সন্ধ্যায় ভারতের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিয়মিত অধিনায়ক না থাকায় দলের দায়িত্ব থাকছে লিটল মাস্টার মুমিনুল হক সৌরভের কাঁধে। ভারত সফরের উদ্দেশ্যে আগামীকালই দেশ ছাড়বে বাংলাদেশ দল।

বাজিকরের প্রস্তাব ফিরিয়ে দেয়ার পর তা আইসিসিকে না জানানোয় ১ বছরের জন্য মাঠের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। নিষিদ্ধ হওয়ার কারনে ভারত সফরসহ আগামী ১ বছরের সব ম্যাচ মিস করবেন তিনি। বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় ভারতের সাথে দুই ম্যাচের টেস্ট দলের দায়িত্ব পালন করবেন মুমিনুল হক।

ভারতের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দলে জায়গা পেয়েছেন তরুণ অলরাউন্ডার সাইফ হাসান। শ্রীলঙ্কা এ দলের সফরে দুর্দান্ত এক শতক করে সিরিজ জয় করান তিনি। এছাড়াও এনসিএলে ইতিমধ্যেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তরুণ এই অলরাউন্ডার । নিয়মিত পারফর্ম ও এনসিএল ডাবল সেঞ্চুরির পুরষ্কার হিসেবে টেস্ট দলে জায়গা হয়েছে তার। এছাড়াও দলে জায়গা পেয়েছেন তিন বছর পর টি-২০ দলে জায়গা পাওয়া আল- আমিন হোসেন।

আগামী ১৪ নভেম্বর প্রথম টেস্ট খেলবে ইনডোরে ও ২২ নভেম্বর কলকাতায় খেলবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্ট ছাড়াও সিরিজে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-২০ সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

ভারতের বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড:

মুমিনুল হক ( অধিনায়ক) , মুশফিকুর রহিম ( উইকেট-রক্ষক) , সাইফ হাসান, সাদমান ইসলাম, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোহাম্মদ নাঈম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »