চমকে পরিপূর্ণ কলকাতা টেস্ট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম বারের মতো দিবারাত্রি টেস্ট আয়োজনের প্রচেষ্টা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই) । ২২ নভেম্বর কলকাতা টেস্ট দিয়েই গোলাপী বলের টেস্টে অভিষেক হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের। প্রথম বারের মত দিবারাত্রি টেস্ট তাই সেই টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে পরিকল্পনার কমতি রাখছে না নিজেদের মাঝে। চমক হিসেবে থাকছে প্যারাট্রুপার,সোনার কয়েন, ৬ ডজন গোলাপী বল ও বিশেষ টিকেট।

আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে ভারত-বাংলাদেশ। প্রথম বারের মত গোলাপি বলে টেস্ট খেলতে নামবে দুইদল। গোলাপি বলের টেস্টকে সামনে রেখে ইতিমধ্যেই ৬ ডজন এসজি ব্র্যান্ডের গোলাপি বল অর্ডার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছেন এসজির সেলস ও মার্কেটিং ডিরেক্টর পরশ আনন্দ। তিনি বলেন, ‘ বিসিসিআই আমাদের কাছে ইতিমধ্যেই ৬ ডজন বলের অর্ডার করেছে। আমরা অতিদ্রুত পাঠানোর চেষ্টা করছি, আশা করছি আগামী সপ্তাহে তার বল হাতে পাবে। দক্ষিন আফ্রিকা সিরিজে আমরা কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছি। গোলাপি বলেও আমাদের তেমন প্রচেষ্টা চালাচ্ছি। ‘

গোলাপি বলের পাশাপাশি আরও বেশ কিছু চমক থাকছে কলকাতা টেস্টে। তারা মোটামুটি সব কিছুতেই একটা পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছে। তারই পরিপেক্ষিতে বলা হচ্ছে কলকাতা টেষ্টে সোনার কয়েনে টস করতে নামবেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি ও বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। এছাড়াও ঐ টেস্টে বিশেষ ধরনের টিকেট করার পরিকল্পনা করছে তারা আর এজন্য সিএবি অনুমতি চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে।

এর পাশাপাশি সিএবির কর্মকর্তা ও বাংলাদেশ থেকে আমন্ত্রিতদের জন্য তৈরী করা হচ্ছে কাস্টোমাইজড শার্ট ও টাই। ট্রফি আনা হবে হেলিকপ্টারের মাধ্যমে যেখানে হেলিকপ্টার থেকে ট্রফি হাতে নেমে আসবে প্যারাট্রুপার। আগামী ৩ নভেম্বর অরুন জেটলী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি খেলবে তারা আর বাকি দুই ম্যাচ রাজকোট ও নাগপুরে। আর ১৪ তারিখ শুরু হবে টেস্ট মিশন , ২২ তারিখ দ্বিতীয় ও শেষ টেস্ট কলকাতায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »