চট্টগ্রা‌মের বিশাল টা‌র্গেট টপকা‌তে পার‌লো না ঢাকা

শোয়েব আক্তার »

মুক্তার আলী ও মে‌হে‌দি হাসান রানার বো‌লিং নৈপু‌ণ্যে ঢাকা প্লাটুন কে ১৬ রা‌নের ব্যবধা‌নে হা‌রি‌য়ে বঙ্গবন্ধু বি‌পিএ‌লে টানা তৃতীয় ও টুর্ণা‌মে‌ন্টের চতুর্থ জয় তু‌লে নি‌লো মাহমুদুল্লাহ‌ রিয়া‌দের চট্টগ্রাম চ্যা‌লেঞ্জার্স।

২২২ রানের বড় লক্ষ্য তাড়া কর‌তে নে‌মে শুরু‌তেই হোচট খ‌ায় ঢাকা প্লাটুন। ইনিং‌সের ২য় ওভা‌রের শেষ ব‌লে দলীয় ৮ ও ব্য‌ক্তিগত ১ রা‌নে মে‌হে‌দি হাসান রানার ব‌লে আউট হ‌য়ে যান ও‌পেনার এনামুল হক বিজয়।

তা‌মিম ইকবা‌লের পরিব‌র্তে ও‌পে‌নিং কর‌তে নামা ম‌ুমিন‌ুল হক জা‌কের আলীর সা‌থে জু‌টি গ‌ড়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্ঠা ক‌রেন। অষ্টম ওভা‌রের প্রথম ব‌লে ব্য‌ক্তিগত ২৭ রা‌নে মুক্তার আলী জা‌কির আলী‌কে ফা‌র্নেন্দ’র ক্যাচে প‌রিণত কর‌লে ৩১ ব‌লে ৫২ রা‌নের পার্টনার‌শিপ ভে‌ঙ্গে যায়।

এরপর লাউ‌রি ইভান্স-১৭(১১), আ‌সিফ আলী-১৫(৬), শ‌হিদ আফ্রি‌দি-৯(৬) রান ক‌রে আউট হ‌য়ে জ‌য় অনেকটা অসম্ভব হ‌য়ে যায় ঢাকা প্লাটু‌নের।

ত‌বে তা‌মি‌মের প‌রিব‌র্তে বদ‌লি ও‌পেনার হি‌সে‌বে খেল‌তে নে‌মে ম‌মিনুল হক মাত্র ৩৫ বল মোকা‌বেলা ক‌রে ৩ চার ও ২ ছ‌য়ের সাহ‌য্যে ৫২ রান ক‌রে না‌সির হো‌সে‌নের ব‌লে ইমরুল কা‌য়ে‌সের হা‌তে ক্যাচ দি‌য়ে আউট হোন।

‌শেষ দি‌কে মাশরা‌ফি বিন মতুর্জা ৬ ব‌লে ২৩(৪*১, ৬*৩) রান ও থিসারা পে‌রেরা’র ২৭ ব‌লে ৪৭ রান ঢাকা প্ল‌াটু‌নের জ‌য়ের সম্ভাবনা জাগা‌লেও তা আর বাস্ত‌বে ধরা দেয় নি।

চট্টগ্রাম চ্যা‌লেঞ্জা‌র্সের প‌ক্ষে মুক্তার আলী ৪ ওভার বল ক‌রে ৪২ রা‌নের বি‌নিম‌য়ে ৩ টি, মে‌হেদি হাসান রানা ৪ ওভা‌রে ২৩ রা‌নে ৩ টি, কেস‌রিক উইলিয়ামসন ৪ ওভা‌রে ৪৮ রা‌নে ২ টি, ও না‌সির হো‌সেন ৪ ওভা‌রে ৬০ রা‌নে ২ টি উইকেট লাভ ক‌রেন।

এরআ‌গে দি‌নের দ্বিতীয় ম্যা‌চে জহুর আহ‌মেদ চৌধু‌রি স্টে‌ডিয়া‌মে ট‌সে জি‌তে চট্টগ্রাম চ্যা‌লেঞ্জার্স কে ব্যা‌টিং এর আমন্ত্রন জানান ঢাকা প্লাটু‌নের অধিনায়ক মাশরা‌ফি বিন মতুর্জা।

মাহমুদুল্লাহ রিয়া‌দ,‌ লেন্ডন সিমন্স ও ইমরুল কা‌য়ে‌সের ব্যা‌টিং তান্ড‌বে নির্ধা‌রিত ২০ ওভা‌রে মাত্র ৪ উইকেট হা‌রি‌য়ে ২২২ রা‌নের পাহাড়সম টা‌র্গেট দাঁড় করায় চট্টগ্রাম চ্যা‌লেঞ্জার্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জা‌র্সের দুই উদ্ভোধনী ব্যাটসম্যান লেন্ডন সিমন্স ও আভিস্কা ফা‌র্নেন্দ শুরু থে‌কেই আক্রমনাত্মক ব্যা‌টিং শুরু ক‌রেন। দলীয় ৫১ ও ব্য‌ক্তিগত ৩৬ রা‌নে ইনিংসের পঞ্চম ওভা‌রের পঞ্চম ব‌লে হাসান মাহমু‌দের ব‌লে বোল্ড হ‌য়ে সাজঘরে ফে‌রেন আভিস্কা ফা‌র্নেন্দ।

‌দ্বিতীয় উইকেট জু‌টি‌তে আরও একটি অর্ধ-শতরা‌নের জু‌টি গ‌ড়েন সিমন্স-কা‌য়েস জু‌টি। ১১ তম ওভা‌রের দ্বিতীয় ব‌লে সিমন্স রান আউটে কাটা প‌ড়লে এ জু‌টি ভা‌ঙ্গে। আউট হওয়ার আগে মাত্র ৩৬ ব‌লে ৫ টি চার ও ৪ টি ছ‌য়ের সাহায্যে ৫৭ রান সংগ্রহ করেন সিমন্স।

‌সিমন্স আউট হ‌য়ে গে‌লে ইমরুল কা‌য়ে‌সের সা‌থে জু‌টি গ‌ড়েন চট্টগ্রাম চ্যা‌লেঞ্জা‌র্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তৃতীয় উইকেট জু‌টি‌তে ইনিংস সেরা ৬২ রা‌নের পার্টনারশীপ গ‌ড়েন এ দুজন। মাত্র ২৪ বল মোকা‌বেলা ক‌রে ৫ চার ও ১ ছ‌য়ের সাহা‌য্যে ৪০ রান ক‌রে অভি‌ষিক্ত সালাউ‌দ্দিন শা‌কি‌লের ফির‌তি ক্যা‌চে সাজঘ‌রে ফে‌রেন কায়েস।

কা‌য়েস আউট হ‌য়ে গে‌লেও উইকে‌টের অন্য প্রা‌ন্তে বোলার‌দের বারবার সীমানার বাই‌রে আছ‌ড়ে ফেল‌ছি‌লেন মাহমুদুল্লাহ রিয়াদ। বোলার হাসান মাহমুদ কে বি‌পিএ‌লের স‌র্বোচ্চ ১১৩ মিটার লম্বা ছক্কা হাঁকান রিয়াদ। মাত্র ২৭ বল খে‌লে ৫৯ রান ক‌রেন তি‌নি। তাঁর ইনিংস‌টি ৪ টি ছয় ও ৫ টি চা‌রে সাজা‌নো ছিল। ১৮ তম ওভা‌রের শেষ ব‌লে রিয়াদ কে আউট ক‌রেন হাসান মাহমুদ।

‌শেষ দিকে চ্যাডউইক ওয়ালট‌নের ১৭ ব‌লে ২৬ রা‌নের ঝ‌ড়ো ইনিং‌সে নির্ধা‌রিত ২০ ওভ‌া‌রে ৪ উইকেট হা‌রি‌য়ে এবা‌রের আস‌রের দলীয় স‌র্বোচ্চ ২২১ রা‌নের ‌বিশাল সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম।

রান বন্যার এ ম্যা‌চে বোলার‌দের বো‌লিং ফিগার যে স্ব‌স্তিজনক থাক‌বে না তা বলা বাহুল্য।ঢাকা প্লাটু‌নের প‌ক্ষে হাসান মাহমুদ ৪ ওভার বল ক‌রে ৫২ রা‌নে ২ টি ও সালাউ‌দ্দিন শা‌কিল ৩ ওভার বল ক‌রে ২৭ রা‌নে ১ টি উইকেট লাভ ক‌রেন।

 

সং‌ক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যা‌লেঞ্জার্স:২২১/৪(২০)
মাহমুদুল্লাহ রিয়াদ-৫৯(২৭),‌লেন্ডন সিমন্স-৫৭(৩৬)
হাসান মাহমুদ-৫২/২(৪),সালাউ‌দ্দিন শা‌কিল-২৭/১(৩)

ঢাকা প্লাটুন:২০*/৯(
ম‌মিনুল হক-৫২(৩৫),‌থিসারা পে‌রেরা-৪৭(২৭)
‌মে‌হেদি হাসান রানা-২৩/৩(৪),মুক্তার আলী-৪২/৩(৪)

ফলাফল:চট্টগ্রাম চ্যা‌লেঞ্জার্স ১৬ রা‌নে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »