চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে রান পাহাড়ের সামনে দাঁড় করাচ্ছে আফগানরা

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেসেহ্র বিপক্ষে করা ৩৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও রান পাহাড় গড়তে যাচ্ছে রশিদ খানের দল।

তৃতীয় দিনে এসে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। প্রথম সেশনে দুর্দান্ত ব্যাট করা দুই ব্যাটসম্যান আজগর আফগান ও ইবরাহিম জাদরানের জুটি বিচ্ছিন্ন করেন তাইজুল। প্রথম দুই সেশনে সাফল্য কেবল ওইটুকুই থাকলেও দিনের শেষ সেশনে কিছুটা স্বস্তি এনে দিয়েছেন টাইগার বোলাররা।

ব্যক্তিগত ৮৭ রানে নাইম ইসলামের বলে সাজঘরে ফেরত যান ইবরাহিম জাদরান। অভিজ্ঞ মোহাম্মদ নবী মেহেদী হাসান মিরাজের ফাঁদে পা দিলে তাকে ফেরত যেতে হয় ব্যক্তিগত মাত্র ৮ রানে। অধিনায়ক রশিদ খান আগের ইনিংসের এই ইনিংসেও ব্যাট চালাতে থাকেন ওয়ানডে মেজাজে। তবে সেটা স্থায়ী হয়েছে তার ব্যক্তিগত ২৪ রান পর্যন্ত। সুবিধা করতে পারেননি কাইস আহমেদও।

তৃতীয় দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান। বাংলাদেশের সামনে তাই এখন লিড ৩৭৪ রানের। ম্যাচটি জিততে হলে যে বাংলাদেশকে রান পাহাড় টপকাতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »